প্রথম দু’দফার প্রার্থী কারা, জানালেন জোটের নেতারা

Spread the love

শুক্রবার বিকেলে সংযুক্ত মোর্চার প্রার্থী ঘোষণা করা হল। বিকেল চারটে পনেরো মিনিটে সিপিএম (CPM) পার্টি অফিস বিমান বসু, সূর্য্যকান্ত মিশ্র, কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য, বামফ্রন্ট শরিক নেতারা ও ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের প্রতিনিধিরা এই যৌথ সাংবাদিক সম্মেলন করে ৮দফা বিধানসভা নির্বাচনের প্রথম দফার ৬০জন প্রার্থীর নাম ঘোষণা করলেন।

তবে কংগ্রেসের প্রার্থী তালিকা এদিনের সাংবাদিক সম্মেলন থেকে ঘোষণা করা হবে না। জানা গেছে, এআইসিসি-র তরফে প্রথা মেনে রাজ্য বিধানসভার কংগ্রেস প্রার্থী ঘোষণা হবে। তাই আজ বাম, আইএসএফ প্রার্থী ঘোষণা করলেও কংগ্রেস আজ প্রার্থী ঘোষণা করছে না।

দেখুন প্রার্থী তালিকা!

পাশকুড়া পশ্চিমে সংযুক্তমোর্চার সমর্থিত  প্রার্থী হচ্ছেন চিত্তদাস ঠাকুর

বিনপুরে সংযুক্তমোর্চার সমর্থিত প্রার্থী হচ্ছেন দিবাকর হাঁসদা।

ছাতনাতে সংযুক্তমোর্চার সমর্থিত প্রার্থী হচ্ছেন ফাল্গুনী মুখোপাধ্যায়।

জয়পুরে সংযুক্তমোর্চার সমর্থিত প্রার্থী হচ্ছেন

গোসাবাতে সংযুক্তমোর্চার সমর্থিত প্রার্থী হচ্ছেন অনিল চন্দ্র মণ্ডল।

মেদিনীপুরে সংযুক্তমোর্চার সমর্থিত প্রার্থী তরুণ কুমার ঘোষ।

বড়জোড়াতে সংযুক্তমোর্চার সমর্থিত প্রার্থী সুজিত চক্রবর্তী।

গোপীবল্লভপুরে সংযুক্তমোর্চার সমর্থিত প্রার্থী প্রশান্ত দাস।

চন্ডীপুরে সংযুক্তমোর্চার সমর্থিত প্রার্থী আশিষ গুছাইত।

নন্দীগ্রামে এখনও প্রার্থী ঠিক হয়নি ।

বিনপুরে সংযুক্তমোর্চার সমর্থিত প্রার্থী দিবাকর হাঁসদা।

কাশীপুরে সংযুক্তমোর্চার সমর্থিত প্রার্থী মল্লিকা মাইতি।

সাগরে সংযুক্তমোর্চার সমর্থিত  প্রার্থী শেখমুকুলেশ্বর রহমান।

তমলুকে সংযুক্তমোর্চার সমর্থিত  প্রার্থী হচ্ছেন গৌতম পাণ্ডা।

কাথি দক্ষিণে সংযুক্তমোর্চার সমর্থিত প্রার্থী অনুরূপ পাণ্ডা।

কাথি উত্তরে সংযুক্তমোর্চার সমর্থিত সিপিএম প্রার্থী সুতনু মাইতি।

খড়্গপুরে সংযুক্তমোর্চার সমর্থিত প্রার্থী শেখ সাদ্দাম আলি।

গোসাবায় সংযুক্তমোর্চার সমর্থিত আরএসপি প্রার্থী অনিল চন্দ্র মণ্ডল।

রামনগরে সংযুক্তমোর্চার সমর্থিত হচ্ছেন সব্যসাচী জানা।

সোনামুখীতে সংযুক্তমোর্চার সমর্থিত প্রার্থী হচ্ছেন অজিত রায়।

নারায়ণগড়ে সংযুক্তমোর্চার সমর্থিত সিপিএম প্রার্থী হচ্ছেন তাপস সিনহা।

রানিবাধে সংযুক্তমোর্চার সমর্থিত সিপিএম প্রার্থী দেবলীনা হেমব্রম।

তমলুকে সংযুক্তমোর্চার সমর্থিত প্রার্থী হচ্ছেন গৌতম পাণ্ডা।

ঝাড়্গ্রামে সংযুক্তমোর্চার সমর্থিত প্রার্থী হচ্ছেন মধুজা সেন রায়।

পারা’তে সংযুক্তমোর্চার সমর্থিত প্রার্থী স্বপন বাউড়ি।

শালবনিতে সংযুক্তমোর্চার সমর্থিত সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষ

বিনপুরে সংযুক্তমোর্চার সমর্থিত সিপিএম প্রার্থী

সংযুক্তমোর্চার সমর্থিত পটাশপুরে প্রার্থী হচ্ছেন বামপ্রার্থী সৈকত গিরি।

রামনগরে সংযুক্তমোর্চার সমর্থিত বামদের প্রার্থী সব্যসাচী জানা।

কাথি সংযুক্তমোর্চার সমর্থিত দক্ষিণে সিপিএমের প্রার্থী সুতনু মাইতি

রামনগরে সংযুক্তমোর্চার সমর্থিত বামেদের প্রার্থী সব্যসাচী জানা।

পটাশপুরে সংযুক্তমোর্চার সমর্থিত বামেদের প্রার্থী সৈকত গিরি।

হলদিয়া – মণিকা কর পাইক – সিপিআই(এম)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*