একুশের নির্বাচনের আগে আজ ব্রিগেডে হাইভোল্টেজ জনসভা। মেগা ব্রিগেডে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। থাকতে পারে আরও নানা চমক। কি বার্তা দেন মোদী, কি রণকৌশল ঠিক করে দেন তা জানতে সবাই তাকিয়ে এই সমাবেশের দিকে।
বিজেপি কেন্দ্রীয় নেতা তথা বাংলার পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, ‘বাংলার ইতিহাসে এটাই সব থেকে বড় ব্রিগেডের জনসভা হতে চলেছে।’ আর তাই কোনও ফাঁক রাখতে চাইছেন না তাঁরা।
জানা গিয়েছে, হেলিকপ্টারে করে রেস কোর্সে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে গাড়িতে চেপে যাবেন ব্রিগেডে। ময়দানের ঠিক মাঝ বরাবর তৈরি হয়েছে ৭২ ফুট বাই ৪৮ ফুটের মঞ্চ। ওই মঞ্চেই বসবেন মোদী। সঙ্গে থাকবেন শীর্ষনেতৃত্ব। মোদীর আসনের পাশে ৩০ থেকে ৪০ জনের বসার জায়গা করা হয়েছে বলে সূত্রের খবর। এছাড়া মূল মঞ্চের ঠিক দু পাশে থাকবে ৪৮ ফুট বাই ২৪ ফুটের আরও দু’টি ছোট মঞ্চ। সেখানে বসবেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। মূল মঞ্চের পিছনে থাকবে মোদীর জন্য আয়োজিত বিশ্রাম ঘর। মূল মঞ্চের সামনে ডি জোন ছেড়ে একটি বিশেষ অংশ লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। সেখানে থাকবেন সাংবাদিক ও আমন্ত্রিতরা। ৫০ হাজার আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। লোহার ব্যারিকেড শেষ হওয়ার পর থাকবে সাধারণ মানুয়ের জন্য খোলা জায়গা। ব্রিগেড মাঠে লাগানো হয়েছে ৫০টি জায়েন্ট এলইডি স্ক্রিন। কয়েক লাখ জলের পাউচ রাখা হয়েছে। আজ দুপুর ২ টো থেকে ৩ টে পর্যন্ত ব্রিগেডে থাকবেন মোদী।
Be the first to comment