বিজ্ঞাপনে ১৫ কোটি আর পিসির পায়ে হাওয়াই চটি, মমতাকে কটাক্ষ লকেটের

Spread the love

ব্রিগেডের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ লকেট চট্টোপাধ্যায়ের ৷ বলেন, বিজ্ঞাপনে ১৫ কোটি আর পিসির পায়ে হাওয়াই চটি ৷” রবিবার ব্রিগেডে নরেন্দ্র মোদির জনসভার আগে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী ৷

বক্তব্যের শুরুতেই বাম-কংগ্রেস-আইএসএফ জোটকে কটাক্ষ করেন লকেট চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, “বাম-কংগ্রেস কিছু করতে পারেনি ৷ দিদিমণির সহযোগিতায় একটি সংযুক্ত মোর্চা হয়েছে ৷ নাম দিয়েছে সংযুক্ত মোর্চা ৷ তারা আবার স্টেজের মধ্যেই মারামারি করে ৷ ৩৪ বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষকে ধ্বংস করেছে ৷ ১০ বছরে তৃণমূল সরকার বাংলার মানুষকে শেষ করে দিয়েছে ৷ এখন সব একসঙ্গে হয়েছে ৷ নবান্নের চোদ্দতলায় কী হয় সব জানা আছে ৷”

লকেটের কথায়, “কংগ্রেস, তৃণমূল, সিদ্দিকী সবাই একসঙ্গে ভারতীয় জনতা পার্টিকে ভয় পাচ্ছে ৷ সব একসঙ্গে জোট বেঁধে নাকি বিজেপিকে হারাবে ৷ বিজেপি একাই লড়বে ৷ আমরা লড়ে জিতব ৷ ২০২১-এ সোনার বাংলা তৈরি হবে ৷”

ব্রিগেডের সভা থেকে শহর জুড়ে তৃণমূলের হোর্ডিং লাগানো নিয়ে কটাক্ষ করে লকেট ৷ বলেন, “দেখছিলাম সারা শহর জুড়ে বড় বড় হোডিং ৷ এত বিজ্ঞাপনের পয়সা কোথা থেকে আসে ?” মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তাঁর মন্তব্য, “পরে তো শুধু হাওয়াই চটি ৷ বিজ্ঞাপনে ১৫ কোটি আর পিসির পায়ে হাওয়াই চটি ৷ সবাই জানে বাংলার গর্ব দিদি থেকে পিসির ভাইপো সিন্ডিকেট ৷ বাংলার জন্য কিচ্ছু করতে পারেনি ৷ একটাও মানুষের মনে জায়গা করতে পারেনি ৷”

বাংলা নিজের মেয়েকেই চাই ৷ নির্বাচনে তৃণমূলের এই প্রচারকে কটাক্ষ করে লকেট বলেন, “এখন নতুন স্লোগান হয়েছে ‘বাংলার মেয়ে’ ৷ তাহলে বাংলার মেয়েরা কোথায় ? কামদুনি, পার্ক স্ট্রিট কান্ডের বাংলার মেয়েদের এখানে চাই ৷ তারা এখন আর বেঁচে নেই ৷ প্রতিনিয়ত বাংলার বিভিন্ন জেলায় মেয়েদের উপর অত্যাচার হচ্ছে ৷”

লকেটের দাবি, বাংলায় শিল্প বলে কিছু নেই ৷ বলেছেন, “পড়াশোনা করে বাংলার মেয়েদের বাইরে চলে যেতে হচ্ছে ৷ এখানে শিল্প নেই ৷ সিঙ্গুর থেকে শিল্পকে তাড়িয়েছিল ৷ কৃষকদের স্বপ্ন দেখিয়েছিল ৷”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*