আমি জাত গোখরো, এক ছোবলেই ছবি; ব্রিগেড মাতালেন মিঠুন

Spread the love

বিধানসভা নির্বাচনের মুখে বিজেপিতে যোগ দিয়েই ফিল্মি মেজাজে ব্রিগেড কাঁপালেন মিঠুন চক্রবর্তী। বাংলার সুপারডুপার হিট ছবি ‘MLA ফাটাকেষ্ট’-এর সুপারহিট ডায়লগ ‘মারব এখানে লাশ পড়ব শ্মশানে’ শোনা গেল সদ্য বিজেপিতে যোগ দেওয়া মিঠুনের গলায়।

পাশাপাশি ভোটপ্রচারে রীতিমতো দামামা বাজিয়ে মিঠুন এদিন ফিল্মি স্টাইলে বলেন, ‘আমি জলঢোরা নই, বেলেবরা নই, আমি জাত কোবরা গোখরো, এক ছোবলেই ছবি।’ উল্লেখ্য, মিঠুনের ফিল্মি ডায়লগ হিসেবে ‘এক ছোবলেই ছবি’ অত্যন্ত হিট। সেই ডায়লগ বলেই কার্যত একুশের মহাযুদ্ধের দামামা বাজিয়ে দিলেন মহাগুরু। এদিন মিঠুন বলেন, ‘এবার এটাই হবে, এক ছোবলেই ছবি।’

সব জল্পনার অবসান ঘটিয়ে ব্রিগেড মঞ্চে পদ্ম পতাকা হাতে তুলে নেন মিঠুন চক্রবর্তী। এদিন ব্রিগেড মঞ্চে পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ বলেন, ‘আজ আমার কাছে স্বপ্নের মতো। জোড়াবাগানে যেখানে থাকতাম,সেটা একটা অন্ধকার গলি ছিল। সেখানে সেদিন একটা স্বপ্ন দেখেছিলাম, জীবনে কিছু একটা করব। কিন্তু, এই স্বপ্ন দেখিনি যে বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রের বড় নেতা মোদীজি এই মঞ্চে আসবেন, আর আমি সেখানে থাকব। এটা স্বপ্ন নয় তো কী! অন্ধকার লেনে জন্মানো একটা ছেলে এখানে এসেছে।

আরপকটা স্বপ্ন দেখেছিলাম, তখন বয়স ১৮। গরিবদের জন্য কিছু করব। আজ মনে হচ্ছে, সেই স্বপ্নটা দেখতে পাচ্ছি। এটা হবেই। স্বপ্ন শুধু তো দেখার জন্য নয়, সফল হওয়ার জন্য। স্বপ্ন সফল করার উদাহরণ আমি। আমি গর্বিত বাঙালি। দেশবন্ধু চিত্তরঞ্জন, রানি রাসমণি, বিদ্যাসাগর এঁরাই বাঙালি। বাংলায় বসবাসকারী সকলেই বাঙালি।’ এরপরই মিঠুন বলেন, ‘আপনাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করবেন যাঁরা, আমাদের মতো অনেকে তাঁরা সামনে এসে দাঁড়াবেন।’

মিঠুনের মতো সুপারস্টারের ক্যারিশমা ও বাঙালিয়ানাকে কাজে লাগিয়ে একুশের নির্বাচনে BJP অনেকটাই অক্সিজেন পাবে বলে ধারণা পর্যবেক্ষক মহলের একাংশের। অন্যদিকে, বাংলায় BJP-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়েও চর্চার অন্ত নেই। অমিত শাহ স্বয়ং ইঙ্গিত দিয়ে বলেছিলেন, ‘বাংলার ভূমিপূত্রকেই মুখ্যমন্ত্রী করা হবে।’ মিঠুনের যোগদানের পর সেই শাহের সেই মন্তব্য নয়া মাত্রা পেল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*