আজ আন্তর্জাতিক নারী দিবস।
রাঁচি রেলওয়ে স্টেশন ৮ মার্চকে অন্যভাবে পালন করছে এবছর। মহিলারাও যে ট্রেন চালাতে পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছে বছরভর, তাকে সম্মান জানাতে সোমবারের ব্যস্ত স্টেশনের দায়ভার তুলে দিয়েছে মহিলাদের হাতে।
রাঁচি রেলওয়ে ডিভিশন অফিসিয়ালভাবে জানিয়েছে, এদিন স্টেশনের দায়িত্বে থাকবেন মহিলারা। এই স্টেশন থেকে লোকাল ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন চালাবেন তাঁরাই। এছাড়া নিরাপত্তা কর্মী হিসেবেও থাকবেন মহিলারা।
স্টেশনের ক্লার্ক থেকে শুরু করে টিকিট বিক্রি ও টিটি ৮ মার্চ সর্বত্র কাজ করবেন রেলের মহিলা কর্মীরা। শুধুমাত্র স্টেশন মাস্টার হিসেবে থাকবে পুরুষ কর্মী। তবে সিগনাল বদলের কাজে থাকবেন মহিলারাই। সকাল ৬ টা থেকে রাঁচি স্টেশনে এমনভাবেই পালিত হবে আন্তর্জাতিক নারী দিবস।
Be the first to comment