আজ আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবসের
শুভেচ্ছা জানাতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘আমাদের ভারতবর্ষে আলাদা করে নারী দিবস লাগে না। যুগ যুগ ধরে মহিলাদের সামনে রেখেছি নারী সন্মান আমরা দেখিয়েছি। বেদ থেকে শুরু করে আজ পর্যন্ত নারীদের যে যোগদান সম্মানের সঙ্গে দিয়েছি। শুধু তাই নয় মহিলাদের আমরা আগে জায়গা দিই। সিতা রাম বলে থাকি আমরা। রাধা কৃষ্ণ বলি। সুতরাং মহিলারা ভারতবর্ষে এগিয়ে। নারী সন্মান , নারীর অধিকার। নারীর যোগ্যতা সন্মান যুগযুগ ধরে হয়ে আসছে। আজকে বিদেশি ভাবধারা আসার জন্য এটা আলাদা করে বলতে হচ্ছে’।
তিনি আরও বলেন, ‘তবে দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গে নারীর সুরক্ষা একেবারেই নেই। নারী সুরক্ষা নিয়ে ভাবতে হচ্ছে আমাদের। সবার এব্যাপারে সচেতন হওয়া উচিত যাতে মহিলারা সুরক্ষিত হন। তাঁদের সন্মান যাতে সুরক্ষিত হয়। কারণ আগামী প্রজন্মকে তাঁরাই তৈরি করেন সেই জন্য তাঁদের সুরক্ষা সর্বোপরি’।
Be the first to comment