তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ভোট দাঁড়াচ্ছে আরেক তৃণমূল-ই। এবার লড়াই হবে দুই তৃণমূলের মধ্যেই। মালবাজারে তৃণমূল প্রার্থী বুলুচিক বড়াইকের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন আরেক তৃণমূলই।
একুশের ভোটে মালবাজার বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিদায়ী বিধায়ক বুলুচিক বড়াইক। ইতিমধ্যে প্রচারেও নেমে পড়েছেন বুলুচিক বড়াইক। কিন্তু বুলুচিক বড়াইকে প্রার্থী করায় দলের অন্দরেই মাথাচাড়া দিয়েছে অসন্তোষ।
নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত সমিতি তথা জেলা কমিটি ও ST সেলের সদস্য আগাস্টুস কেরকাট্টা। এপ্রসঙ্গে আগাস্টুস কেরকাট্টা বলেন, “আমরা বুলুচিক বড়াইককে প্রার্থী হিসেবে মানি না। বুলুচিক বড়াইক বিগত ১০ বছর আদিবাসীদের জন্য কিছুই করেননি। শুধু নিজের পরিবারের জন্য করেছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী বিধানসভা ভোটে নির্দল প্রার্থী দেওয়ার। আমি নিজেই নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াব। আমাকে আদিবাসী সমাজ, বিকাশ পরিষদ, তৃণমূল, বিজেপি সবাই সমর্থন করছে।”
Be the first to comment