ঘাসফুলের ইনিংস শুরু করার আগে রামের পুজো মনোজের

Spread the love

সময় নষ্ট না করে রাজনীতির ময়দানেও প্রস্তুতি শুরু করে দিলেন বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি ৷ রামরাজাতলার রাম-সীতা মন্দিরে পুজো দিয়ে কোমর বেঁধে নেমে পড়লেন প্রচারে ৷ দুয়ারে বিধানসভা নির্বাচন । রাজনৈতিক দলগুলি প্রচার শুরু করে দিয়েছে । আসন্ন নির্বাচনে মনোজ তিওয়ারি তৃণমূল কংগ্রেসের হয়ে শিবপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন ।

হাওড়া জেলার ভূমিপুত্র হলেও নির্বাচনের প্রেক্ষাপটে মনোজ তিওয়ারি নবাগত এবং অনভিজ্ঞ । তাই তড়িঘড়ি প্রস্তুতি শুরু করে দিলেন । ইতিমধ্যে এলাকার রাজনৈতিক সতীর্থদের সঙ্গে বৈঠক করেছেন । আজ সকাল দশটায় রামরাজাতলায় রাম-সীতা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বাংলা দলের প্রাক্তন অধিনায়ক ।

রাজনীতির ক্ষেত্রটা নতুন হলেও এলাকাটা ভালোভাবেই চেনা ৷ প্রচারে বেরিয়ে মনোজ বললেন, একটা নতুন অভিজ্ঞতা । তবে হাওড়া জেলা আমার চেনা। এখানকার মানুষ আমার ক্রিকেটের ভক্ত। শিবপুর থেকে খেলার সময় ভাল পারফরম্যান্স করার পর প্রচুর মানুষ আমার প্রশংসা করেছেন। অভিনন্দন জানিয়েছেন। এবার তাদের নিয়ে, তাদের জন্য অন্যভাবে কাজ করতে হবে।

তাছাড়া আমি মানুষের জন্য আগেও করেছি। কিন্তু কোনওদিন প্রচার করিনি। এরই সঙ্গে যোগ করলেন, মানুষের জন্য আরও বড়ভাবে কাজ করতে হলে রাজনৈতিক ছত্রছায়া দরকার । সেই বিচারে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে বড় কেউ নেই । আমাকে তিনি যে দায়িত্ব দিয়েছেন তা পালন করাই আমার কাজ ৷

হাঁটুর চোটের কারণে এই মরসুমে মাঠে নামা কঠিন হয়ে পড়েছিল । ৩৫ বছর বয়সে ভারতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনা প্রায় নেই ৷ তবে যতই রাজনীতিতে যোগ দিন এখুনই ক্রিকেট ছাড়তে নারাজ মনোজ ৷ বলছেন, রাজনীতিতে যোগ দিয়েছি মানে ক্রিকেট দূরে সরে গেল তা ভাবার কোনও কারণ নেই । ইনিংস গড়তে যেমন ব্যালেন্স দরকার । তেমনই এখানেও ব্যালেন্স করে চলব । দলগত সংহতিতেই লুকিয়ে থাকে সাফল্য । যা খেলোয়াড়ি জীবনে বুঝেছি ৷

এদিকে হাওড়া জেলাকে ঘিরে গোষ্ঠীদ্বন্দ্বের দুর্নাম রয়েছে। মনোজ বলছেন, আমি নতুন । তাই সবাই আমার কাছে ভাল মানুষ । এ-সব নিয়ে ভাবছি না । মুখ্যমন্ত্রী আমাদের পথ দেখাচ্ছে । মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন । আমি সেটাই পালন করতে চাই ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*