পোস্টাল ব্যালটের ব্যবহার ও পুলিশের ভূমিকা সম্পর্কে একাধিক নালিশ তুলে মঙ্গলবার নবান্নে হাজির হলেন মুকুল রায়, স্বপন দাশগুপ্তরা। সূত্রের খবর, পোস্টাল ব্যালটে ভোটগ্রহণের প্রক্রিয়ায় পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ তুলে নির্দিষ্ট কয়েকজন পুলিশকর্তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। ভোটের কাজে যদি সেই পুলিশ কর্তাদের ব্যবহার করা হয় তবে প্রশাসনের নিরপেক্ষতার উপর বিজেপি আস্থা হারিয়ে ফেলবে বলে দাবি করা হয়।
বিজেপির প্রতিনিধি দলে এদিন ছিলেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তও সেই দলে উপস্থিত ছিলেন। গেরুয়া শিবিরের অভিযোগ, পুলিশ কল্যাণ বোর্ডের মাধ্যমে পরিকল্পিতভাবে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে পোস্টাল ব্যালটের ভোটগুলি একই ব্যারাকে আনার চেষ্টা করা হচ্ছে। যার দ্বারা ব্যালট ছিনতাই বা ভুয়ো ভোট হতে পারে বলে আশঙ্কা বিজেপির। এই বিষয়গুলি নিয়েই মঙ্গলবার মুখ্যসচিবের কাছে নালিশ জানান বিজেপি নেতারা। একই অভিযোগ জানানো হয়েছে ডিজি ও কলকাতার পুলিশ কমিশনারকেও।
নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর বেরিয়ে মুকুল বলেন, “কথা অনেক হয়েছে। রাজ্যের দাবি, ওরা ইচ্ছাকৃত কোনও ভুল করছে না। ভুল হলেও সেটা অনিচ্ছাকৃত। রাজ্য আশ্বস্ত করতে চাইছে, ওদের তরফে যা যা দেখার তা দেখা হবে যাতে অভিযোগ থেকে মুক্ত হতে পারে।”
Be the first to comment