নির্বাচন ঘোষণা হয়েছে দু-সপ্তাহ হয়নি। এর আগেই এডিজি আইন-শৃঙ্খলাকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। মঙ্গলবার ৯ মার্চ রাজ্য পুলিশের ডিজি-কে অপসারণ করল নির্বাচন কমিশন। তাঁর জায়গায় এলেন অর্থাৎ ডিজিপি হলেন পি নীরজনয়ন পাণ্ডে। ১৯৮৭ সালের আইপিএস পি নীরজনয়ন। বীরেন্দ্র-কে শুধু অপসারণ করা হল না, নির্বাচন সংক্রান্ত কোনওরকম প্রক্রিয়ায় তিনি যাতে অংশগ্রহণ না করেন, সে বিষয়ে স্পষ্ট নির্দেশিকাও দিয়েছে নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, বিরোধীরা অভিযোগ আনতেন যে, বীরেন্দ্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। তিনি থাকলে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না বলে অভিযোগ এনেছিলেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা।
যদিও বিজেপি-র পক্ষ থেকে এ ব্যাপারে সতর্ক প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। তারা বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ ভাবেই এই সিদ্ধান্ত নিয়েছে। তারা সমস্ত দিক খতিয়ে দেখে তবেই সিদ্ধান্তে উপনীত হয়েছেন।
অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায় একে পক্ষপাতদুষ্ট বলেননি ঠিক, তবে প্রাক্তন ডিজি বীরেন্দ্রর প্রশংসা করে তিনি বলেন, তিনি ভালো কাজ করছিলেন। ভোটের মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে এই বদল নিয়ে আলোচনা তুঙ্গে। মঙ্গলবার রাত ৯টা সময় কমিশনের তরফে এই নির্দেশিকা জারি করা হয়।
Be the first to comment