বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কালীঘাটের বাড়ি সংলগ্ন তৃণমূল কার্যালয়ে দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নন্দীগ্রামেই থাকছেন। রামকৃষ্ণদেব বলতেন, কেল্লায় থেকে লড়াই করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের কেল্লা অর্থাৎ নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রাম। এই কেন্দ্রের প্রার্থী হিসেবে তিনি আজ মনোনয়নপত্র জমা দেওয়ার পর কলকাতায় ফেরার কথা ছিল। কিন্তু তিনি সেই ফেরা বাতিল করে বুধবার নন্দীগ্রেমেই থেকে যাচ্ছেন।
কারণ, অবশ্যই কেল্লায় থেকে লড়াই করা। নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহের জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার মনোনয়ন জমা করার পর কর্মীদের নিয়ে মিছিল করবেন। তারপর বৃহস্পতিবার শিবরাত্রি, তাই নন্দীগ্রামের রেয়াপাড়া শিব মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায় শিব পুজো করবেন। তারপর সেখান থেকে হেলিকপ্টারে তিনি কলকাতায় রওনা হবেন।
আমরা অতীতে দেখেছি, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হলেও সেই কেন্দ্রে তিনি বেশি সময় দিতেন না। তবে সেই কেন্দ্রটি যেহেতু তাঁর বাড়ি সংলগ্ন ছিল তাই তিনি তাঁর মতো করে কেন্দ্রটি সামলে নিতেন।
এবারের নন্দীগ্রাম কেন্দ্রটি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে দূরে। তাই তিনি মনোনয়ন জমা দিয়ে একটা দিন আরও বেশি নন্দীগ্রামে থেকে যাচ্ছেন। কারণ ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবারের মতো এবারও ঘোষণা করেছেন, সব কেন্দ্রে আমিই প্রার্থী, তাই তাঁকে রাজ্যের সব কেন্দ্রে নিজের প্রচারে যেতে হবে।
তৃণমূল সূত্রে জানা গেছে, আগামী ১৩ থেকে ১৮ মার্চ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কেন্দ্রে প্রচারে যাবেন। এবার তৃণমূল সুপ্রিমো মোট ১৩০টি জনসভা করবেন বলে তৃণমূল সূত্রের খবর। তৃণমূলে প্রার্থীও তিনি আবার দলের প্রধান প্রচারকও সেই মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে এবার থাকছে উন্নয়নের বড় ঘোষণা। কারণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জোটে জিতলে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা বিনা পয়সায় দেওয়া হবে। আর ইস্তেহারে যে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী থাকছেই সেটা বলা যায়।
এছাড়াও থাকছে আগামীদিনে রাজ্যে শিল্প স্থাপনের প্রতিশ্রুতি, বেকার সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও থাকবে সেটা আশা করা যায় । থাকবে সিঙ্গুরে শিল্প সমুদ্র বন্দর , সিঙ্গুরে শিল্প স্থাপন, সহ নানা প্রতিশ্রুতি থাকতে চলেছে তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে।
Be the first to comment