আইকোর মামলায় মানস ভুঁইঞাকে তলব সিবিআইয়ের

Spread the love

বিধানসভা ভোটের আবহে রাজ্য়ে তৎপরতা বেড়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির ৷ গত কয়েকদিনে বেশ কয়েকবার সারদা কাণ্ডে তলব করা হয়েছে তৃণমূল নেতা কুণাল ঘোষকে। আর এবার আইকোর চিটফান্ড মামলায় ডেকে পাঠানো হল তৃণমূলের রাজ্যসভার সদস্য মানস ভুঁইঞাকে ৷

সিবিআই সূত্রে খবর, আগামী সপ্তাহের মধ্যেই তাঁকে হাজিরা দিতে হবে সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় তদন্তকারীদের সামনে ৷ সিবিআইয়ের একটি সূত্রের দাবি, গোয়েন্দাদের হাতে এমন বহু নথিপত্র এসে পৌঁছেছে, যার ভিত্তিতে মানসকে জেরা করাটা দরকার হয়ে পড়েছে ৷ সিবিআই জানতে পেরেছে, আইকোরের কর্ণধারের সঙ্গে একাধিকবার বিভিন্ন অনুষ্ঠানমঞ্চে উপস্থিত থেকেছেন মানস ৷ সেইসব অনুষ্ঠানের ভিডিও ফুটেজও জোগাড় করেছেন গোয়েন্দারা ৷ এমনকি, দু’জনের মধ্য়ে দফায় দফায় বৈঠকও হয়েছে বলে দাবি করেছেন তাঁরা ৷

সিবিআইয়ের প্রশ্ন,

১) এই ভিডিওগুলি কি সত্য ? না বিকৃত ?

২) এই বিষয়ে মানস নিজে কী বলেন, তা জানা জরুরি ৷

৩) মানস কি আইকোরের হয়ে প্রচার করতেন ?

এর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে পরের প্রশ্ন হল,

৪) মানস কি জানতেন না আইকোর একটি চিটফান্ড সংস্থা ? এরও উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে জানতে চাওয়া হবে,

৫) জেনে বুঝে কেন এমন একটা সংস্থার হয়ে প্রচার করছিলেন তিনি ? আর উত্তর না হলে গোয়েন্দারা জানতে চাইবেন,

৬) বিচক্ষণ রাজনীতিক হওয়া সত্ত্বেও কীভাবে এমন একটা সংস্থা সম্পর্কে সম্পূর্ণ খবর না নিয়ে তাদের হয়ে প্রচারে শামিল হলেন তিনি ?

এছাড়া, ৭) আইকোরের কর্ণধারের সঙ্গে কী কারণে একাধিকবার বৈঠক করতে হয়েছিল মানসকে ?

৮) আইকোরের সঙ্গে তাঁর কি কোনও আর্থিক লেনদেন হয়েছিল ?

৯) আইকোরের সঙ্গে সম্পর্কের খাতিরে মানস কি অন্য কোনওভাবে লাভবান হয়েছিলেন?

সূত্রের খবর, এমনই একগুচ্ছ প্রশ্নের উত্তর জানতে মানসের সঙ্গে সরাসরি কথা বলতে চাইছেন সিবিআই গোয়েন্দারা ৷ সেক্ষেত্রে মানস কী জবাব দেন, এখন সেটাই দেখার ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*