নির্বাচন আসে, যায়। রাজ্য পুলিশের বিরুদ্ধে প্রতিবারই জমা পড়ে অভিযোগ। বিরোধী দলগুলি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যতই কেন্দ্রীয় বাহিনীর দাবি জানাক না কেন নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা বজায় রাখার মূল দায়িত্ব যে রাজ্য পুলিশের উপর বর্তায় তা কার্যত স্পষ্ট করলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ৷
বিবেক দুবে বলেন, রাজ্যে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া শেষ হয় তাই পুরো বিষয়টি খতিয়ে দেখব আমরা । আইন-শৃঙ্খলার দিকে বিশেষ নজর থাকবে আমাদের । কোথাও কোনওরকম গাফিলতি নজরে এলে রাজ্যকে আমরা সেই বিষয়ে পদক্ষেপ করতে পরামর্শ দেব । প্রয়োজনে আধিকারিকদের দায়িত্বে রদবদল করা হতে পারে ।
ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী রাজ্যের বিভিন্ন জায়গায় রুটমার্চ শুরু করে দিয়েছি । তবে শান্তিপূর্ণভাবে নির্বাচন করাতে যে রাজ্য পুলিশের একটা বিশাল ভূমিকা রয়েছে তা স্পষ্ট করে দেন তিনি । পশ্চিমবঙ্গে এবার নির্বিঘ্নে ভোট করানো একটা বড় চ্যালেঞ্জ ৷ ইতিমধ্যেই জানিয়েছে নির্বাচন কমিশন । সেই একই কথা জানালেন রাজ্যে আসা বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ও অজয় ভি নায়ক ।
প্রথম দফার ভোটের আগে আইন-শৃঙ্খলা নিয়ে গতকাল দফায় দফায় বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ও দুই বিশেষ পুলিশ পর্যবেক্ষক ।
Be the first to comment