বাংলায় পরিবর্তন আনতে এবার ঝাঁপিয়ে পড়েছে BJP। ভোটের মুখে BJP-তে যোগদানের হিড়িক চোখে পড়ার মতো। রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি টলিপাড়ার একঝাঁক তারকা পদ্মপতাকা হাতে তুলেছেন। এই আবহে এবার বিজেপির তারকা প্রচারকের তালিকায় হেভিওয়েট নামের ছড়াছড়ি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে মিঠুন চক্রবর্তী, একঝাঁক হেভিওয়েট মুখ জায়গা করে নিয়েছে BJP-র তারকা প্রচারকের তালিকায়। এখনও পর্যন্ত তারকা প্রচারক হিসেবে ৪০ জনের নাম ঠিক করা হয়েছে।
এই তালিকায় প্রথমে নাম রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তারপরেই রয়েছে জে পি নাড্ডা, রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গড়করি, ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানি,কৈলাস বিজয়বর্গীয়, শিব প্রকাশের নাম। অন্যদিকে, BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়ের নামও রয়েছে এই তালিকায়।
তারকা প্রচারকের তালিকায় উল্লেখযোগ্য নাম মিঠুন চক্রবর্তীর। সম্প্রতি ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় পদ্ম পতাকা হাতে তুলে নজর কেড়েছেন সুপারস্টার। ব্রিগেড মঞ্চে পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ বলেন, ‘আমি বেলেবড়া নই, জলঢোড়া নই, জাত গোখরো কোবরা, এক ছোবলেই ছবি।’
মিঠুনের পাশাপাশি তারকা প্রচারক হিসেবে ঠাঁই পেয়েছেন শ্রাবন্তী, যশ দাশগুপ্ত, পায়েল সরকার, হিরণও। যশ, শ্রাবন্তী, পায়েলরাও সম্প্রতি BJP-তে যোগ দিয়েছেন। অন্যদিকে, খড়গপুর সদর থেকে এবার ভোটে প্রার্থী করা হয়েছে অভিনেতা হিরণকে।
Be the first to comment