নন্দীগ্রামে পায়ে গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যে খোঁজ নিতে আসেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তখনও তৃণমূল কর্মীরা গো ব্যাক ধনখড় স্লোগান তোলেন। ‘দিদি তোমার পাশে’, ‘মমতা ব্যানার্জি জিন্দাবাদ’ প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে দেখা গিয়েছে হাসপাতালে তৃণমূল ছাত্র পরিষদকে। রাজ্যপালের গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা।
নন্দীগ্রামে পায়ে চোট পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, পরিকল্পিত হামলা করা হয়েছে। তাঁকে তৎক্ষণাৎ গ্রিন করিডর করে নিয়ে আসা হয় এসএসকেএমে। সেখানে আগে থেকে তাঁর জন্য এমআরআই মেশিন তৈরি রাখা হয়েছিল। অর্থোপেডিক, কার্ডিওলজি ও মেডিসিন বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে গঠন করা হয়েছে দল। স্ট্রেচারে চাপিয়ে মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ভিভিআইপি কেবিনে। মমতাকে আনার আগে থেকে হাজির হয়েছিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। তাঁরা বিজেপির হায় হায় স্লোগান দিতে থাকেন।
Be the first to comment