মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে রাত থেকেই বাড়ছে উদ্বেগ। তাঁর পায়ে প্লাস্টার করার ছবি প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। বৃহস্পতিবার দুপুরে এসএসকেএমের তরফ থেকে প্রকাশ করা হল মেডিক্যাল বুলেটিন। চিকিৎসক জানিয়েছেন, এখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ব্যাথা রয়েছে। মাথাতেও ব্যাথা হচ্ছে। হাড়ে আঘাত থাকার জন্যই ওই প্লাস্টার করা হয়েছে বলে জানানো হয়েছে। এমআরআই করা হয় বুধবার রাতে। তাতেই হাড়ে আঘাত থাকার বিষয়টা সামনে আসে।
এছাড়া সকালেই সব রক্ত পরীক্ষার রিপোর্ট এসে গিয়েছে। তাতে দেখা যাচ্ছে, সোডিয়াম কম আছে মুখ্যমন্ত্রীর। আর কোনও সমস্যা পাওয়া যায়নি। আরও বেশ কিছু পরীক্ষা হবে বলে জানানো হয়েছে। দুপুরে রয়েছে মেডিক্যাল টিমের বৈঠক। কবে তাঁকে ছাড়া হবে, তা এখনই বলা যাচ্ছে না। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল।
পাশাপাশি এসএসকেএম সূত্রে জানা গিয়েছে, সকাল ৯ টায় ঘুম থেকে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ৯.৩০টায় তাঁকে ব্রেকফাস্টে লিকার চা, বিস্কুট দেওয়া হয়েছে৷ দেওয়া হয়েছে অ্যান্টিবায়োটিক৷ উডবার্ন ব্লকের বাইরে টাঙানো হয়েছে বোর্ড। সেখানে শুভেচ্ছা বার্তা লিখছেন সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা-মন্ত্রীরা। চিকিৎসকরা জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ পায়ের গোঁড়ালি ফুলে রয়েছে৷। ডান কাঁধ ও কব্জিতে ব্যথা। শ্বাসকষ্ট রয়েছেন। সবমিলিয়ে বুধবারের ঘটনায় কার্যত ট্রমায় আছেন মুখ্যমন্ত্রী। অন্তত এমনটাই বলছেন চিকিৎসকরা।
তবে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে দেখতে গিয়ে ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়ে বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার মমতাকে দেখতে এসএসকেএম হাসপাতালে যান তথাগত রায় , শমীক ভট্টাচার্যরা। সাময়িক উত্তেজনা তৈরি হয় হাসপাতাল চত্বরে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এদিন তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন নি বলেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন তথাগত রায়।
প্রসঙ্গত, বুধবার রাতেই হাসপাতালে গিয়েছিলেন রাজ্যপাল ধনখড়। তিনি হাসপাতালে ঢোকার সময় হাসপাতাল চত্বরে উপস্থিত কয়েকশো তৃণমূলের ছাত্র যুবরা বিক্ষোভ দেখানো শুরু করে। তোলা হয় গোব্যাক স্লোগান।
Be the first to comment