করোনা এখনও পিছু ছাড়ছে না। এ বারে করোনার কবলে ভারতীয় ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী। তাঁর রিপোর্ট কোভিড পজিটিভ এসেছে। ফলে বেশ চিন্তায় ভারতীয় ফুটবল মহল। যদিও ফ্যানসদের আশ্বস্থ করে সুনীল ছেত্রী জানিয়েছেন যে এখন তিনি ভালো আছেন। প্রতিদিনই সুস্থ হয়ে উঠছেন। ফের ফুটবল মাঠে খুব দ্রুত ফিরবেন। একইসঙ্গে সবাইকে প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার কথাও বলেন।
সম্প্রতি ISL-এ বেঙ্গালুরুর হয়ে খেলেছেন তিনি। যদিও তাঁর দল এবারে খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি। সপ্তম স্থানে শেষ করতে হয়েছে বেঙ্গালুরুকে।
উল্লেখ্য, সুনীল ছেত্রী ভারতীয় ফুটবলের সর্বকালের টপ স্কোরার।
কিছুদিন আগে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছিলেন প্রাক্তন ফরাসি ফুটবল তারকা তথা রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। করোনা আক্রান্তের তালিকায় শুধুমাত্র জিনেদিন জিদান নন, এর আগে এডেন হ্যাজার্ড, ক্যাসেমিরো, এডের মিলিটাও কোয়ারেন্টিন পর্বের মধ্যে দিন কাটিয়েছেন।
Be the first to comment