মমতার আহত হওয়ার ঘটনা নিয়ে সরব কামারহাটির তৃণমূল প্রার্থী। তিনি বলেন,’খুনের চেষ্টা করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এর জন্য বিশেষভাবে প্রশিক্ষিত লোক ভাড়া করে হয়েছিল।’
তিনি আরোও বলেন, ‘এই ঘটনা গুজরাটে হলে এতক্ষণ আরেকটা গোধরা হয়ে যেত।’ প্রসঙ্গত মোদী-শাহ সহ বিজেপি নেতারা গুজরাতকে মডেল হিসেবে তুলে ধরেন। সেই প্রসঙ্গেই নিশানা মদন মিত্রের।
এদিন তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হওয়ার পর সরানো হল রাজ্য পুলিশের DG-কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে আঘাত হানল, তার পূর্বাভাস ছিল। BJP সাংসদদের বক্তব্যে পরিষ্কার ছিল যে, তাঁর উপর আক্রমণ করা হতে পারে। ডিজি বদলের পরই মমতার উপরে হামলা। এক থেকেই প্রমাণিত পক্ষপাতদুষ্ট আচরণ করছে নির্বাচন কমিশন। ২ তারিখ বাংলা এর জবাব দেবে।’
Be the first to comment