মেলবোর্ন টেস্টে অসাধারণ ডাবল সেঞ্চুরি করে ইংল্যান্ডকে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন কুক। দিনের শেষে ২৪৪ রানে নট আউট থেকে মাঠ ছাড়েন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনই জয়াবর্ধনেকে (১১৮১৪) টপকে সর্বকালের অষ্টম সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় সংযুক্ত হয়েছিলেন কুক। বৃহস্পতিবার তাঁর করা ২৪৪* রানের মাঝেই তিনি টপকে যান শিবনারায়ন চন্দরপল (১১৮৬৭) এবং ব্রায়ান লারাকে (১১৯৫৩)। এখন টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন অ্যালিস্টার কুক (১১৯৫৬)। আগামীদিনে তিনি আরো খেলবেন এবং আরো রান করবেন এই আশা করছেন বিশেষজ্ঞরা। এখন তার ওপরে রয়েছেন কুমার সাঙ্গাকারা (১২৪০০), রাহুল দ্রাবিড় (১৩২৮৮), জ্যাক ক্যারিস (১৩২৮৯), রিকি পন্টিং (১৩৩৭৮) এবং টেস্টে রেকর্ড সর্বোচ্চ ১৫৯২১ রান করে সবার ওপরে থাকা সচিন তেন্ডুলকার।
Be the first to comment