মমতার পর শুক্রবার মনোনয়ন জমা দিয়ে দিলেন শুভেন্দুও। মমতা-শুভেন্দু লড়াইয়ের ফল কী হবে, তা জানতে হাতে গোনা কয়েক দিনের অপেক্ষা। তবে এখনও পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেনি বিজেপি। বাকি তালিকায় কোনও চমক আছে কিনা তার জন্য অপেক্ষা রয়েছেই। তবে মিঠুন কী প্রার্থী হবেন? এমন প্রশ্ন উঁকি দিচ্ছে অনেকের মনেই।
এ ব্যাপারে অবশ্য এখনও স্পষ্ট করে কিছু জানাচ্ছে না গেরুয়া শিবির। জিইয়ে রাখছে জল্পনা। শুক্রবার এই বিষয়ে প্রশ্ন করা হলে ধোঁয়াশা রেখে দেন কেন্দ্রীয় নেতা তথা বাংলার পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়। তিনি এ কথা জানিয়ে দিয়েছেন যে, মিঠুন প্রার্থী হতে চাইছেন না। তবে দলে যে এ বিষয়ে আলোচনা চলছে, সে কথা উল্লেখ করেন তিনি।
এ দিন তিনি বলেন, মিঠুন চক্রবর্তী প্রার্থী হতে চান না। তবে দল এ বিষয়ে আলোচনা করছে। দল যদি বিবেচনা করে তাহলে মিঠুনের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হবে। উনি ভোটে লড়তে চাইলে লড়বেন। অর্থাৎ মিঠুন ভোটে লড়ানোর বিষয়টা একেবারে উড়িয়ে দিচ্ছে না পদ্ম শিবির। মিঠুন চাইলে তাঁর জাত গোখরো ক্যারিশ্মা কাজে লাগাতে পারে বিজেপি।
উল্লেখ্য বিজেপিতে যোগ দেওয়ার পরই ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে তাঁকে এই নিরাপত্তা দেওয়ার কথা জানানো হয়েছে। সূত্রের খবর, মিঠুন চক্রবর্তীর নিরাপত্তায় থাকবেন সিআইএসএফ।
Be the first to comment