তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে মনোনয়ন পত্র জমা দেন। এরপরই তিনি দুর্ঘটনায় আহত হন । দলীয় নেতা কর্মীদের অভিযোগ, দুর্ঘটনা নয়। পূর্ব পরিকল্পিত। ষড়যন্ত্র করে নেত্রীর উপর হামলা করা হয়েছে । ঘটনার প্রেক্ষিতে আজ সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রীর জেড প্লাস ক্যাটেগরি নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও যদি এমন ঘটনা ঘটে তাহলে তার তদন্ত করা উচিত ।
মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘটনাটি দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র তা বিভিন্ন মহলে উঠেছে একাধিক প্রশ্ন । এমন কী পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য । তাঁর কথায়, “যদি এটা চক্রান্ত হয়ে থাকে, তবে যারা এর সঙ্গে জড়িত তাদের এখনও পর্যন্ত ধরতে পারল না কেন পুলিশ । একাধিক মিডিয়ার উপস্থিতি, ও ক্যামেরার সামনে ঘটনাটি ঘটেছে । ভিডিয়ো ফুটেজ নিশ্চয় থেকে থাকবে । তা কেন খতিয়ে দেখা হচ্ছে না ! এখনও কারওর নামে এফআইআর দায়ের করা হয়নি । পুলিশ কাউকে গ্রেফতার করেনি কেন ? এগুলো তো জনসাধারণের সামনে আনা উচিত ।”
ঘটনার পর মুখ্যমন্ত্রী বলেছিলেন, অবশ্যই এটা একটা ষড়যন্ত্র । তাঁর আশপাশে স্থানীয় কোনও পুলিশ ছিল না । মুখ্যমন্ত্রীর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত চাইল বিজেপি নেতা শমীক ভট্টাচার্য । আপাতত মুখ্যমন্ত্রীর চিকিৎসা চলছে, তিনি নিজেই ষড়যন্ত্রের কথা বলেছেন যখন এই অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাঁর বক্তব্য, “মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করি । এসএসকেএম হাসপাতালের বাইরে রাজনীতির মঞ্চে দেখতে চাই । মুখ্যমন্ত্রীর অবস্থান নিয়ে আমরা কোনও রাজনীতি করতে চাই না । আমাদের অবস্থান যা ছিল, তাই আছে, আগামী দিনেও তাই থাকবে ।”
Be the first to comment