সারদাকাণ্ডে মদন মিত্রকে নোটিশ পাঠাল ED

Spread the love

নির্বাচনের মুখে ইডি-র নোটিশের মুখে মদন মিত্র। সারদাকাণ্ডে ২ হাজার ৪৫৯ কোটি টাকার আর্থিক তছরুপের মামলার জিজ্ঞাসাবাদের জন্য ১৮ মার্চ তাঁকে তলব করেছে ইডি। বিধানসভা ভোটে কামারহাটি থেকে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মদন মিত্র।

প্রসঙ্গত, ২০১৪ সালের ১২ ডিসেম্বর সারদাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তৎকালীন তৃণমূল মন্ত্রী মদন মিত্র। দীর্ঘ ২২ মাস জেলে কাটানোর পর জামিন পান তিনি। আলিপুর আদালতে ১৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান তিনি। স্থানীয় থানায় পাসপোর্ট জমা রাখা সহ একাধিক শর্ত আরোপ করা হয় তার উপর। প্রথমে প্রভাবশালী তত্ত্বে বেশ কয়েকবার জামিন খারিজ হয়ে যায় তাঁর। পরে বিধানসভা নির্বাচনে তিনি হেরে বিধায়ক পদ হারান পরে ২০১৬ সালে সেপ্টেম্বর মাসে জামিনে মুক্তি পান তিনি।

সারদা কেলেঙ্কারি নিয়ে তদন্ত শুরু করেছে ED। সম্প্রতি সারদাকাণ্ডে কুণাল ঘোষকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ইডি। সোমবার সারদাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য কুণাল ঘোষকে তলব করেছিল ইডি। জিজ্ঞাসাবাদ পর্ব শেষে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে তিনি দাবি করেন, চিটফান্ড সংস্থা সারদার কাছ থেকে পাওয়া সমস্ত টাকাই ফেরত দিতে চান TMC নেতা কুণাল ঘোষ।

সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার চিত্রশিল্পী শুভাপ্রসন্নকে তলব করেছে ED। শিল্পীকে ১৫ মার্চ হাজিরা দিতে বলা হয়েছে ED দফতরে। যদিও শুভাপ্রসন্নর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন তাঁর কাছে কোনও নোটিশ পাঠানো হয়নি। সূত্রের খবর, তৃণমূল নেতা সমীর চক্রবর্তীকেও হাজিরা দিতে বলা হয়েছে ১২ মার্চ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*