ভোটের আগে জোড়াফুল ছেড়ে পদ্মশিবিরে যোগদানের হিড়িক পড়েছে, কিন্তু এক্ষেত্রে উলট পুরাণ। বিজেপি ছাড়ার তিন বছরের মাথায় তৃণমূলে যোগ দিলেন তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা।
আজ তৃণমূল ভবনে সুব্রত মুখোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েন তাঁকে দলে স্বাগত জানান। সুব্রত জানান, মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে যশবন্তকে দলে স্বাগত জানাতে চেয়েছিলেন। কিন্তু অসুস্থতার জন্য আসতে পারেননি তিনি। তৃণমূলে যোগ দিয়ে যশবন্ত তৃণমূলকে আরও সমৃদ্ধই করলেন।
নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ‘স্বেচ্ছাচার’ মেনে নিতে না পেরে বিজেপি ছেড়ে বেরিয়ে আসেন যশবন্ত। শনিবার তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে তিনি বলেন, ‘‘মোদী সরকার স্বেচ্ছাচার চালাচ্ছে। এদর বাধা দেওয়ার মতো কেউ নেই। দেশের গণতন্ত্র আজ বিপন্ন। এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। সমস্ত প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে। গণতন্ত্র বজায় রাখতেই একজোট হওয়া প্রয়োজন।’’
Be the first to comment