শান্তিকুঞ্জে ফের কি ফুটবে পদ্ম? শিশির-লকেট একান্ত সাক্ষাতে শুরু জোর জল্পনা

Spread the love

তবে কী আবারও পদ্ম ফুটতে চলেছে শান্তিকুঞ্জে? শনিবার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল সাংসদ এবং শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর সাক্ষাতে নয়া শোরগোল রাজ্য রাজনীতিতে।

শুধু শিশির অধিকারীরই নয়, বৈঠকে রয়েছেন শুভেন্দু অধিকারীর আরেক ভাই দিব্যেন্দু অধিকারী। সূত্রের খবর, কাঁথিতে নরেন্দ্র মোদীর সভায় আমন্ত্রণ জানাতেই অধিকারী পরিবারের বাসভবনে হাজির হয়েছেন বিজেপি নেত্রী। কিন্তু শুধুই কী সৌজন্য সাক্ষাত? তবে শান্তিকুঞ্জে লকেটের আগমন বার্তায় ফের নয়া বার্তা ভোট ময়দানে। জোড়াফুল ছেড়ে কি পদ্মপথে পা বাড়াতে চলছেন অধিকারী পরিবারের আরও এক সদস্য?

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এমন অনুমান অবাস্তব কিছু না। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই ‘শান্তিকুঞ্জের’ প্রতিটি বাসিন্দার সঙ্গে দলীয় নেতৃত্বের একটা দূরত্ব আগেই লক্ষ্য করা গিয়েছে। বাড়ি থেকে অনতিদূরে কাঁথিতে তৃণমূল সুপ্রিমোর জনসভায় অনুপস্থিত ছিলেন সাংসদ শিশির অধিকারী।

একইসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের মন্তব্যে জল্পনার পালে হাওয়া। তিনি বলেন, ‘জনতা চাইছে পদ্মশিবিরে আসুন শিশির অধিকারী। বিজেপির চাওয়ার থেকেও বেশি সাধারণ মানুষ চাইছেন পদ্ম পতাকা হাতে তুলে নিক শিশির অধিকারীর মতো প্রবীণ সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব। পশ্চিমবঙ্গকে সোনার বাংলা তৈরি করতে এরা আমাদের দলে আসুন।

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরই তৃণমূলের তরফে শান্তিকুঞ্জে পদ্ম ফোটানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন নেতৃত্বের একাংশ। সে চ্যালেঞ্জও গ্রহণ করে শুভেন্দু হুঙ্কার দিয়েছিলেন পদ্ম তিনি নিজের বাড়িতেও ফোটাবেন। সময় যত এগোচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন সেই চ্যালেঞ্জই পূরণ করতে চলেছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*