কর্মসূচিতে বদল হল তৃণমূলের। রবিবার দলের ইস্তেহার প্রকাশ হচ্ছে না। তৃণমূল সূত্রে এমন খবর জানা গিয়েছে। তবে কাল কলকাতার গান্ধী মূর্তি থেকে হাজরা পর্যন্ত মিছিল করবে তৃণমূল। দুপুরের দিকে হবে এই মিছিল। মিছিলের নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মিছিল শেষে হাজরা মোড়ে হবে সভা। সূত্রের খবর সভায় উপস্থিত থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে হাজরা মোড়ে তিনি হুইলচেয়ারে করে সভায় হাজির হবেন। এরপর সেখান থেকে রবিবারই তিনি হেলিকপ্টারে করে দুর্গাপুরে যাবেন বলে খবর। সেখানে কর্মসূচি রয়েছে তাঁর। তারপর সেখান থেকে তৃণমূল সুপ্রিমো রওনা দেবেন পুরুলিয়া। সোমবার পুরুলিয়ায় তৃণমূল নেত্রীর ২টি সভা করার কথা। সেখানও হুইল চেয়ারে করে সভা করবেন তিনি।
জানা গিয়েছে তৃণমূলের ইস্তেহারে থাকছে তৃণমূল এই ৫ বছর মানুষের পাশে কতটা দাঁড়াতে পেরেছে, সেই কথা। তৃণমূলের এক নেতা জানিয়েছেন, “ইস্তেহারে থাকছে করোনা এবং আম্ফান এই দুই সঙ্কটকালে কেন্দ্রীয় সরকার কী ভাবে রাজ্যকে বঞ্চিত করেছে। কোনও রকম সাহায্য, সহযোগিতা না করে এখন সভা করে তৃণমূল সরকারকে চোর বলে দোষারোপ করছে। আমরা আসল তথ্যতা কী সেটা ইস্তেহারে তুলে ধরবো।
এছাড়াও ইস্তেহারে রাজ্যের শিল্প, কর্মসংস্থানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। থাকছে সিঙ্গুর, নন্দীগ্রামের জন্য বিশেষ পরিকল্পনার কথ। গুরুত্ব দেওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন প্রকল্প, করোনা-র সময় তিন থেকে চার মাসে প্রায় হাজার কোটি টাকা খরচের বিষয়টিও। তাছাড়া জিএসটি নিয়ে কেন্দ্রের বঞ্চনার কথা।”
প্রসঙ্গত রবিবার, ১৪ মার্চ নন্দীগ্রাম দিবসের দিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কালীঘাটের বাড়ি সংলগ্ন তৃণমূল অফিস থেকে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন বলে কথা ছিল। তাই শুক্রবারই এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের কাছ থেকে এক রকম জোর করেই মমতা বন্দ্যোপাধ্যায় ছুটি নিয়ে বাড়ি আসেন। বলেন, তাঁর কাছে তাঁর নিজের শরীর থেকে দল সব সময় আগে। বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে তাঁর আহত হওয়ার ঘটনায় দলকে যাতে কোনও সমস্যায় পড়তে না হয় তাই তিনি হুইল চেয়ারেই প্রচারে নামার সিদ্ধান্ত নিয়েছেন।
শুক্রবার বাড়ি ফিরে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ঘনিষ্ঠ মহলে বলেছেন, “আঘাত , যন্ত্রনা সব কিছুর পরেও বলছি, মানুষের কাছে গিয়ে আমাকে দাঁড়াতেই হবে। কারণ নির্বাচন একটি বড় রাজনৈতিক সংগ্রাম। সেখানে মানুষই আমার একমাত্র শক্তি। তাই নিজেরে কষ্টের থেকে মানুষের সামনে পৌঁছানো আমার কাছে বেশি জরুরি।”
Be the first to comment