ইজরাইল সরকার জেরুজালেমের ওয়েস্টার্ন ওয়াল পর্যন্ত উচ্চ গতি সম্পন্ন রেলের একটি স্টেশন চালু করার পরিকল্পনা নিয়েছে। স্টেশনটির নাম প্রস্তাব করেছেন ইজরাইলের পরিবহন মন্ত্রী ইজরায়েল কাটজ। তিনি জানিয়েছেন, ওই স্টেশনটির নাম হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নামে। স্টেশনটির নাম হবে ‘ডনাল্ড জন ট্রাম্প’ স্টেশন। সূত্র থেকে জানা যায়, ওয়েস্টার্ন ওয়াল পর্যন্ত রেল লাইন বর্ধিত করার বিষয়টি এখন প্রাথমিক পরিকল্পনায় রয়েছে।
এই পরিকল্পনায় ভূগর্ভে দুটি রেল স্টেশন নির্মাণ করার কথা। জেরুজালেম ও ঐতিহাসিক ওল্ড সিটির মধ্যেকার মাটির ৫০ মিটার নিচে খনন কার্য করে তিন কিলোমিটারের বেশি সুড়ঙ্গ পথ তৈরি করা হবে। প্রসঙ্গত, ওয়েস্টার্ন ওয়াল ইহুদিদের কাছে পবিত্র স্থান। এখানে তারা প্রার্থনা করেন। জিউস কোয়ার্টার হিসেবে পরিচিত ‘কারডো’র কাছেই নির্মাণ করা হবে এই নতুন স্টেশন। জানা যায়, কারডো শব্দটির অর্থ হলো হৃদয়। ১৫০০ বছর আগে কারডো ছিল জেরুজালেমের প্রধান সড়ক। ইজরাইলের পরিবহন বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র আভনার ওভাদিয়া বলেছেন, এ প্রকল্পের খরচ হবে আনুমানিক ৭০ কোটি ডলার। যদি অনুমোদন পায় তাহলেই চার বছরের মধ্যে কাজ সম্পন্ন করা হবে। তেল আবিব থেকে জেরুজালেম পর্যন্ত রেল প্রকল্পের জন্য বাজেট ধরা হয়েছে ১৮০ কোটি ডলার। এই লাইনটি তৈরী হয়ে গেলে তেল আবিব থেকে জেরুজালেম যেতে সময় কমে দাঁড়াবে ২৮ মিনিট, তাতে সময় বাঁচবে ৭৮ মিনিট।
তথ্য ও ছবি সূত্র থেকে প্রাপ্ত
Be the first to comment