অধীরকে ধমক সোনিয়ার

Spread the love

পশ্চিমবঙ্গে বামেদের সঙ্গে কংগ্রেসের আসন রফা নিয়ে কেন এতো সময় লাগছে? কেন কংগ্রেস ৯২টি কেন্দ্র বামেদের সঙ্গে আলোচনার পর পেয়েও প্রার্থীর নাম ঘোষণা করতে পারছে না কংগ্রেস? এই নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ও আব্দুল মান্নানকে ভর্ৎসনা করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

কংগ্রেসের নির্বাচনী কমিটির বৈঠকে সোনিয়া গান্ধী বাংলার এই দুই কংগ্রেস নেতাকে রীতিমতো প্রশ্ন করে বলেন, বামেদের কাছ থেকে ৯২টি আসন পাওয়ার পর প্রথম দফার নির্বাচনের মনোনয়নের পর প্রার্থী পদ প্রত্যাহারের সময় শেষ হয়ে গেছে।

তারপরও কেন এখনও সব কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা গেলো না? এটাতে কী রাজ্যের মানুষের কাছে কোনও ইতিবাচক বার্তা যাচ্ছে? এসব না করে দ্রুত কেন্দ্র নিয়ে টালবাহানা বন্ধ করে প্রার্থীর নাম ঘোষণা করতে হবে। জোটের প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর অনন্তকাল ধরে এই আলোচনা জেলা নেতৃত্বের সঙ্গে চলতে পারে না।

কংগ্রেস সূত্রে জানা গেছে, সোনিয়া গান্ধীর এই কথার উত্তরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, জেলার নেতাদের সঙ্গে আলোচনা করে আসন রফা করতে সময় লেগে যাচ্ছে। সোনিয়া গান্ধী অধীর রঞ্জন চৌধুরীর এই যুক্তির মান্যতা না দিয়ে বলেন, দ্রুত আসন ধরে প্রার্থীর নাম ঘোষণা করতে হবে।

কংগ্রেস সূত্রে জানা গেছে, জোট প্রক্রিয়া ও আসন রফার নিয়ে দীর্ঘউসূত্রীতা নিয়ে প্রদেশ নেতৃত্বকে ভর্ৎসনা করেন সোনিয়া গান্ধী। সোনিয়া গান্ধী বুঝিয়ে দেন, বহু আগে বামেদের সঙ্গে আসন রফা হয়ে যাওয়ার পর কেন কংগ্রেসকে প্রার্থীর নাম জানাতে এতো সময় লাগছে?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*