তৃণমূল ছাড়লেন রায়দিঘির বিধায়ক দেবশ্রী রায়। শোনা যাচ্ছে তিনি অভিযোগ তুলেছেন দল তাঁকে উপযুক্ত সম্মান দেয়নি উপরন্তু তাঁকে ব্যবহার করেছে। দেবশ্রীর তৃণমূল ছাড়ার পর জল্পনা শুরু হয়েছে এবার কি বিজেপিতে যোগ দেবেন তিনি। এও শোনা যাচ্ছে দেবশ্রীর পথেই হাঁটতে পারেন সাংসদ-অভিনেত্রী শতাব্দী রায়ও।
প্রতিপক্ষ সিপিআইএমের কান্তি গঙ্গোপাধ্যায়কে দুবার হারান দেবশ্রী। বহুদিন ধরেই দেবশ্রী রায়ের বিরুদ্ধে অভিযোগ উঠছিল এলাকায়। অভিযোগ, আমফানের আগে ও পরে এলাকায় তাঁকে দেখা যায়নি। এমনকী টোটো কেলেঙ্কারির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। মনে করা হচ্ছে দেবশ্রী রায়ের ভোট এবার যেতে পারে বিজেপির ঝুলিতে। তৃণমূল নেতাদের মধ্যে অনেকে বলছেন তৃণমূলের ‘কলকাতার রসগোল্লা’ বিজেপির দিকে ঝুঁকবে। আবার অনেকের মতে কান্তি গঙ্গোপাধ্য়ায়ের পালে জোর হাওয়া।
ইতিমধ্যেই তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি পাঠিয়ে দিয়েছেন দেবশ্রী। আর তারপর থেকেই ঘনীভূত হচ্ছে বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা। যদিও ঘনিষ্ঠ সূত্রের খবর দেবশ্রী নাকি এখনও এ নিয়ে কিছু ভাবছেন না। তিনি এবার থেকে অভিনয়ে আরও মনোনিবেশ করতে চান। কারণ অভিনয়ের জন্য এখনও তাঁর কাছে প্রস্তাব আসে বলে খবর।
তবে বিজেপিতে তিনি যোগ দেবেন কিনা তা এখনও স্পষ্ট না হলেও মানুষের পাশ থেকে সরে আসতে চান না অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি মানুষের জন্যও কাজ করতে চান তিনি।
দুবার রায়দিঘি থেকে দলকে জিতিয়েছেন দেবশ্রী রায়। কিন্তু এখন নাকি দলের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে একাত্ম হতে পারছেন না তিনি। তাই সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
এমনকি সূত্রের খবর অ্যানিমেল রিসোর্স ডেভলপমেন্টের চেয়ারম্যান না হওয়ার জন্যও আক্ষেপ রয়েছে তাঁর। তিনি কমিটির ভাইস চেয়ারম্যান হয়েছিলেন। আর চেয়ারম্যান পদে বসানো হয় অন্য একজনকে। কিন্তু মাস খানেক আগে তিনি জানতে পারেন তাঁকে ওই পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে সব মিলিয়ে দলে প্রতি ক্ষুব্ধ দেবশ্রী। সেই কারণেই সরে দাঁড়ালেন তিনি।
Be the first to comment