বাংলার আদিবাসী সম্প্রদায়ের জন্য ১০০ কোটির ঘোষণা অমিত শাহের

Spread the love

লক্ষ্য জঙ্গলমহলের আদিবাসী ভোট ৷ তাই কপ্টার গোলযোগে ঝাড়গ্রাম পৌঁছাতে না পারলেও সেখানকার আদিবাসী সমাজের উদ্দেশ্যে ভার্চুয়াল সভা করলেন অমিত শাহ ৷ তাঁর বক্তব্য় শুনতে আসা আদিবাসী দর্শক-শ্রোতাদের কাছে চাইলেন সাহায্য ৷ অমিতের আবেদন, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থীদের যেন দু’হাত ভরে আশীর্বাদ করে আদিবাসী সমাজ ৷ অমিতের আশ্বাস, বাংলায় পদ্ম ফুটলে আদিবাসীদের উন্নয়নে জোয়ার আসবে ৷ তৃণমূলের অবশ্য দাবি, সভায় লোক না হওয়াতেই ঝাড়গ্রাম যাননি শাহ৷

এদিন সভায় না যেতে পারার জন্য বক্তৃতায় বার বার ক্ষমা চেয়ে নেন শাহ ৷ একই সঙ্গে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে আদিবাসী উন্নয়নে কী কী কাজ করা হবে, সেই তালিকাও তুলে ধরেন তিনি ৷ অমিত শাহ দাবি করেছেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে আদিবাসী পড়ুয়াদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করা হবে৷ সত্তর শতাংশের বেশি নম্বর পেলেই আদিবাসী পড়ুয়াদের পড়াশোনার খরচের ৫০ শতাংশ খরচ বহন করবে সরকার ৷ আদিবাসীদের জন্য মডেল আবাসিক স্কুল, ঝাড়গ্রামে পণ্ডিত রঘুনাথ মুর্মু আদিবাসী বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা করেন তিনি ৷

একই সঙ্গে তিনি দাবি করেছেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে এসসি, এসটি শংসাপত্র পাওয়া অনেক সহজ হবে৷ আদিবাসীদের আইনি সাহায্যেরও প্রতিশ্রুতি দেন তিনি ৷ কেন্দ্রীয় সরকারি প্রকল্পে ১০০ কোটি টাকা বরাদ্দ করে আদিবাসীদের আত্মনির্ভর হতে সাহায্য করা হবে ৷ বন অধিকার আইনেও সংশোধন করে দুর্নীতি আটকানোর ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন শাহ ৷

একই সঙ্গে তৃণমূল জমানায় আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন অমিত শাহ ৷ তাঁর অভিযোগ, দশ বছরের শাসনে তৃণমূল বাংলাকে পাতালে পৌঁছে দিয়েছে ৷ তাঁর অভিযোগ, আদিবাসীদের উৎসব পালনের অনুমতির জন্যও আদালতে অনুমতি নিতে যেতে হচ্ছে ৷

অমিত শাহ অবশ্য কথা দিয়েছেন, এ দিন আসতে না পারলেও প্রচার পর্ব শেষ হওয়ার আগেই ঝাড়গ্রামে আসবেন তিনি ৷ প্রথম দুই দফাতেই ভোট রয়েছে জঙ্গলমহলে ৷ গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে দুর্দান্ত ফল করেছিল বিজেপি ৷ এবার আদিবাসীদের সেই জনসমর্থন ধরে রাখাই পরীক্ষা বিজেপির ৷ তাই এ দিনের সভায় তাঁর অনুপস্থিতির ফায়দা যাতে তৃণমূল না তুলতে পারে, এ দিন সেই চেষ্টাই করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*