মেদিনীপুরে দাঁতনের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি বদল নিয়ে এদিন বিজেপিকে নিশানা করেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ঝাড়গ্রামের সভার কিছু ছবি আমার হাতে এসেছে। সেখানে যা লোক হয়েছিল তার থেকে চায়ের দোকানে বেশি ভিড় হয়।’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কপ্টারে যান্ত্রিক ত্রুটির জন্য তাঁর রাজ্যের সফরসূচিতে বদল হয়েছে। এদিন ঝাড়গ্রামের সভায় যেতে পারেননি অমিত শাহ। ভার্চুয়াল মাধ্যমেই সভা সারেন তিনি। এদিকে বিরোধীদের কটাক্ষ, সভায় লোক না হওয়ায় শেষ মুহূর্তে এই পরিবর্তন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘এই সভার কিছু ছবি এসেছে। সেখানে যা লোক হয়েছে এর থেকে গ্রামে জেসিবি দিয়ে মাটি কাটার সময় বেশি ভিড় হয়।’
এদিনের সভা থেকে শুভেন্দু অধিকারীকেও তীব্র আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, ‘একজন বিশ্বাসঘাতক হতে পারে, কিন্তু মেদিনীপুরের মানুষরা কখনও বিশ্বাসঘাতকদের সমর্থন করবেন না।’ তিনি আরও বলেন, ‘ ভাঙা পা নিয়েই লড়াই করে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।’ একই সঙ্গে দিলীপ ঘোষকেও তীব্র কটাক্ষ করেন তিনি। জানান, ‘গরুর দুধ থেকে সোনা বার করবেন দিলীপ ঘোষ। সেই দিয়ে সোনার বাংলা বানাবেন অমিত শাহ।’
Be the first to comment