কলকাতায় বসে চক্রান্ত করছেন স্বরাষ্ট্রমন্ত্রীঃ অমিত শাহ

Spread the love

পুরুলিয়ার পর মঙ্গলবার বাঁকুড়াতে সভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হুইলচেয়ারে বসে তিনি বক্তব্য রাখার জন্য মঙ্গলবারও ক্ষমা চেয়ে নেন। মন্তব্য করেন, ‘আমি যখন হাঁটি, উন্নয়নও হাঁটে।’

তাঁর অভিযোগ, কলকাতায় বসে চক্রান্ত করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রশ্ন তোলেন, নির্বাচন কমিশন কে চালাচ্ছেন? অমিত শাহ চালাচ্ছেন না তো? কেন কমিশনের কাজে হস্তক্ষেপ করছেন তিনি! মমতা বলেন, ‘হোম মিনিস্টার দেশ চালাবেন। তা না করে কলকাতায় বসে চক্রান্ত করছেন, কোথায় কাকে গ্রেফতার করা হবে। শিল্পপতিদের ঘরে ঘরে রেইড করা হচ্ছে। কী ভাবেন অমিত শাহ নিজেকে?’

তাঁর অভিযোগ, নন্দীগ্রামের আন্দোলনকারীদের বেছে বেছে নোটিস দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনকে দেখতে বলব, কেন এই সময় সরকারি আধিকারিক, রাজনৈতিক নেতাদের হেনস্থা করা হচ্ছে। রাজ্যের প্রতিদিনের কাজেও হস্তক্ষেপ করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর। রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে এদিন নোটিস পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এদিন সরাসরি অমিত শাহকে কটাক্ষ করে মমতা বলেছেন, ‘মিটিংয়ে লোক হচ্ছে না তাই গায়ের জোরে এজেন্সি দেখাচ্ছেন। ওরা কি প্রাণে মেরে ফেলতে চায়? এত গুলি কেন্দ্রীয় মন্ত্রী কলকাতায় বসে আছে। জল, খাদ্য, রেশন দিতে আসে না, কোভিড হলেও আসে না, এখনও এসেছে।’ তাঁর অভিযোগ, রেলে করে গুন্ডা নিয়ে আসা হচ্ছে। সেই গুন্ডারা রেল স্টেশনে থাকবে। নির্বাচনের দিন এলাকায় এলাকায় ঢুকবে। আমার তৃণমূল কংগ্রেসের একজনও যদি কর্মী থাকেন, আপনারা আগে ১২ ঘণ্টা কাজ করলে এখন ১৮ ঘণ্টা কাজ করুন।

প্রসঙ্গত, রবিবার রাতেই সফরসূচি সামান্য অদলবদল করে কলকাতায় এসে রাজ্য BJP নেতাদের সঙ্গে তড়িঘড়ি বৈঠকে বসেন অমিত শাহ নিজেই। গেরুয়া শিবিরের অন্দরের খবর, বিভিন্ন কেন্দ্রে প্রার্থীদের নিয়ে কর্মীদের অসন্তোষ সম্পর্কে তিনি বিস্তারিত রিপোর্ট তলব করেছেন দিলীপ ঘোষ, মুকুল রায়দের থেকে।

রাজনৈতিক মহলের মতে, কর্মী অসন্তোষের পারদ মেপে প্রয়োজনে একটি বা দু’টি কেন্দ্রে প্রার্থী বদলও করতে পারে বিজেপি। যদিও মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেছেন, সারা রাত বসে পরিকল্পনা চলছে, কোথায় কাকে গ্রেফতার করা হবে। তিনি বলেছেন,’ মা বোনেরা মাঝে মাঝে রান্না করবেন। আরা হাঁটা খুন্তি দেখে নেবেন। গায়ের জোরে বাংলা জয় করতে চাইছে বিজেপি।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*