প্রার্থী নিয়ে দলের অন্দরের ক্ষোভ-বিক্ষোভ, প্রচারের ভুলভ্রান্তি ও আগামী রণকৌশল নিয়ে রাতভর বিজেপির হাইভোল্টেজ রুদ্ধদ্বার বৈঠক শহরের পাঁচতারা হোটেলে ৷ অমিত শাহ-জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে ছিলেন রাজ্যের শীর্ষ নেতৃত্ব ৷ নিউটিউনের একটি পাঁচতারা হোটেলে গতকাল গভীর রাত পর্যন্ত বৈঠক চলে ৷ মঙ্গলবার সকালেও দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক হয় ৷ এরপর সকাল সাড়ে 9টা নাগাদ দিল্লির উদ্দেশে রওনা দেন অমিত শাহ ৷
পাখির চোখ ২০২১ বিধানসভা নির্বাচন ৷ গতকাল হেলিকপ্টারে গোলযোগ দেখা দেওয়ায় ঝাড়গ্রামের সভায় সশরীরে যোগ দিতে পারেননি শাহ। তিনি ভার্চুয়ালি বক্তব্য রাখেন। পরে অবশ্য বাঁকুড়ার রানিবাঁধের সভায় যোগ দেন।
এরপর কলকাতা হয়ে যান অসমে। গুয়াহাটি থেকে দিল্লি যাওয়ার কথা থাকলেও তা বাতিল করে কলকাতায় ফিরে আসেন শাহ। রাতে কলকাতার একটি পাঁচতারা হোটেলে রাজ্য নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। গভীর রাত পর্যন্ত চলে বৈঠক । আজ সকালেও চলে দফায় দফায় বৈঠক ।
বিজেপি সূত্রে খবর, বৈঠকের মূল বিষয় ছিল বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর দলের হেস্টিংস অফিসে চলা বিক্ষোভ। একাধিক কেন্দ্রে বিক্ষোভ কেন? দিলীপ ঘোষ ও মুকুল রায়দের কাছে জানতে চান অমিত শাহ। অন্যদিকে সিঙ্গুর, উদয়নারায়ণপুর, হাওড়ার পাঁচলা, রায়দিঘি, চুঁচুড়া ও চন্দননগরের বিজেপির প্রার্থীর বিরুদ্ধে কেন বিক্ষোভ চলছে ? সেই সম্পর্কেও অমিত শাহর প্রশ্নের উত্তরে রিপোর্ট দেন দিলীপ ঘোষ।
এছাড়াও ঝাড়গ্রাম ও বাঁকুড়ার অমিত শাহর জনসভায় লোক হয়নি। সেই বিষয়ে জানতে চেয়ে কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ ও মুকুল রায়ের কাছে ক্ষোভ প্রকাশ করেন শাহ।
এদিন বৈঠকে দলের পরবর্তী প্রার্থী তালিকা তৈরির ক্ষেত্রে রাজ্য নেতৃত্বকে সতর্ক করেন শাহ । দলীয় সূত্রে খবর, তৃণমূল থেকে আসাদের প্রার্থী না করার পরামর্শ দিয়েছেন শাহ-নাড্ডা । এইসঙ্গে হাইভোল্টেজ় বৈঠকে বিজেপির ইস্তাহার নিয়েও রাজ্য নেতৃত্বের মতামত চান অমিত শাহ ও জেপি নাড্ডা । সব দিক থেকে তৃণমূলের ইস্তাহারকে যেন ছাপিয়ে যায় বিজেপির ইস্তাহার, এই বিষয়ে নজর দিতে বলা হয়েছে রাজ্য নেতৃত্বকে । প্রয়োজনে অমিত শাহ নিজেই ইস্তাহার তৈরি করতে পারেন বলেও খবর ।
Be the first to comment