নন্দীগ্রাম মামলায় একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে গ্রেফতারির নির্দেশ

Spread the love

ভোটের মুখে নন্দীগ্রাম মামলায় একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে গ্রেফতারির নির্দেশ । ২০০৭-এর নন্দীগ্রামে জমি আন্দোলনকারীদের উপর থেকে রাজ্য সরকারে মামলা প্রত্যাহার করে । মামলা প্রত্যাহার নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয় । সে মামলার ভিত্তিতেই এই গ্রেফতারের নির্দেশ ।

নন্দীগ্রাম আন্দোলনই এক সময়ের তৃণমূল যুব নেতা শুভেন্দু অধিকারীকে রাজনীতির পটে এনেছিল । তিনি এখন বিজেপি শিবিরে । আর ভোটের মুখে বারবার শিরোনামে উঠে আসছে পূর্ব মেদিনীপুরের এই এলাকা । এবার জমি আন্দোলনের সঙ্গে যুক্তদের জামিন নাকচ করে দিল আদালত । উল্টে জমি আন্দোলনকারী একাধিক নেতাকে গ্রেফতারের নির্দেশ দিল হলদিয়া আদালত ।

ভোটের মুখে এই ঘটনায় তোলপাড় রাজনৈতিক মহল । ২০০৭ সালে নন্দীগ্রামে জমি আন্দোলনকারীদের উপর থেকে রাজ্য সরকারের মামলা প্রত্যাহার করা নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছিল । এরপরই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত ৫ মার্চ নতুন করে এই মামলা চালু করার নির্দেশ দেয় । সোমবার হলদিয়া আদালতে সেই মামলার শুনানি হয় । গতকাল সন্ধ্যাবেলা এই মামলার রায় দেন বিচারক ।

অভিযুক্তদের জামিন নাকচ করে গ্রেফতারির নির্দেশ দেয় হলদিয়া মহকুমা আদালত । এই তালিকায় রয়েছেন নন্দীগ্রামের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সেনাপতি আবু তাহের, শেখ সুফিয়ান, স্বদেশ দাসের মত নন্দীগ্রামের প্রথম সারির তৃণমূল নেতার নাম ।

বিজেপি নেতা ও নন্দকুমার বিধানসভার বিজেপি প্রার্থী নীলাঞ্জন অধিকারী এই মামলা করেছিলেন । তিনি বলেন, “যে ভাবে অভিযুক্তদের উপর থেকে মামলা তোলা হয়েছিল তা আইন মেনে হয়নি । হাইকোর্টের রায়ের পর হলদিয়া আদালত গ্রেফতারির নির্দেশ দিয়েছে ।” তবে শেখ সুফিয়ান এই গ্রেফতারির নির্দেশকে গুরুত্ব দিতে রাজি নন । তাঁর কথায়, “আইন সকলের জন্যই সমান । আমরা আইন মেনেই প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

অন্যদিকে আজ বাঁকুড়ার মোজিয়ার জনসভায় হাইকোর্টের এই রায়কে কেন্দ্র করে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । জনসভা থেকে তিনি বলেন, ” কলকাতায় বসে ষড়যন্ত্র করছেন অমিত শাহ । আমি নির্বাচন কমিশনকে বলব । ভোটের সময় কেন সরকারি আধিকারীকদের হেনস্থা করা হচ্ছে ? নন্দীগ্রাম আন্দোলনকারীদের কেন নোটিশ পাঠানো হল ? কমিশনের কাজে নাক গলাচ্ছেন অমিত শাহ । অমিত শাহ কমিশন চালাচ্ছেন না তো ?” বক্তব্য শেষে বাঁকুড়ারবাসীর উদ্দেশ্য বিরোধীদের ভয় না পেয়ে তাদের বিরুদ্ধে রখে দাঁড়ানোর বার্তা দিয়েছেন নেত্রী ।