একেবারে দোরগোড়ায় নির্বাচন। তার আগে তৃণমূলের নির্বাচনী ইস্তেহার নিয়ে জল্পনা তুঙ্গে। জানা যাচ্ছে, আজই সম্ভবত নির্বাচনী ইস্তেহার প্রকাশকরতে পারে তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, গত ১৪ মার্চ নন্দীগ্রাম দিবসে ইস্তেহার প্রকাশের কথা ছিল জোড়াফুল শিবিরের। কিন্তু, নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমোর আহত হওয়ার ঘটনায় ইস্তেহার প্রকাশ স্থগিত হয়ে যায়। তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে কী কী প্রতিশ্রুতি থাকবে, তা নিয়ে জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে।
শোনা যাচ্ছে, SC-STদের উপর জোর দেওয়া হতে পারে ইস্তেহারে। পাশাপাশি, দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারে ঘাসফুল শিবির। এছাড়াও কর্মসংস্থান-সহ একাধিত জনকল্যাণ মূলক প্রকল্পের প্রতিশ্রুতি থাকতে পারে তৃণমূলের ইস্তেহারে। গুরুত্ব দেওয়া হতে পারে তৃণমূলের বিগত ১০ বছরের উন্নয়নমূলক প্রকল্পগুলিকে।সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মনিরপেক্ষতাও ইস্তেহারে গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে আহত হন মুখ্যমন্ত্রী। আচমকা কয়েকজন ধাক্কা মারেন বলে অভিযোগ করেছেন তিনি। জানা যায়, ধাক্কায় গাড়ির দরজা বন্ধ হয়ে মুখ থুবড়ে পড়ে যান তিনি। বাঁ পায়ে গুরুতর চোট লেগেছে তাঁর। এই ঘটনার পিছনে চক্রান্তের অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিমো।
তাঁর অভিযোগ, ‘চার-পাঁচজন মিলে চক্রান্ত করে ধাক্কা দিয়েছে। আশপাশে ছিল না কোনও পুলিশ।’ এরপরই গ্রিন করিডর করে মমতাকে কলকাতার SSKM হাসপাতালে নিয়ে আসা হয়। SSKM-এর উডবার্ন ওয়ার্ডের ১২.৫ নম্বর কেবিনে চিকিৎসাধীন ছিলেন মুখ্যমন্ত্রী। বর্তমানে হুইলচেয়ারে করেই প্রচারে বেরিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
Be the first to comment