টিকার টোপ দিয়ে ভোট ভিক্ষা করছে বিজেপিঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

বুধবার ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে শাল মহুলের জঙ্গলে পদ্ম ফুটেছিল। সেখানকার সভায় মমতার প্রশ্ন, লোকসভায় জিতেছিল বিজেপি, কী করেছে তারা? ওদের শূন্য করে দিন, মিথ্যা কথা বলে ভোট নিয়েছিল। আরও কিছু মানুষ যাতে ওবিসি সম্প্রদায়ভুক্ত হয় সে চেষ্টাও যে তিনি করছেন তা জানিয়েছেন এদিন।

পাশাপাশি এদিনও কোভিড টিকা দেওয়া নিয়ে মোদীর বিরুদ্ধে সরব হন মমতা। তিনি বলেন, ‘এখন ঝাড়গ্রামে আর রক্ত ঝরে না। ঝাড়গ্রাম এখন জঙ্গল সুন্দরী হয়েছে। আমায় চিকিৎসকরা বেরতো বারণ করেছিলেন। কিন্তু আমি ঘরে বসে থাকলে বিজেপি মিথ্যা বলে দখল করে নেবে। কটাক্ষ সুরে মমতা বলেছেন, ‘বাংলায় এরা এক হাজার মন্ত্রী, নেতা নিয়ে এসেছে।’ কর্মীদের সতর্ক করে বলেছেন, বিজেপির পরিকল্পনা আছে, গুন্ডা নিয়ে এসে আপনাকে ভোট দিতে দিয়ে নিজেরা ভোট দেবে।’ EVM নিয়েও সতর্ক করে দেন তিনি। জঙ্গলমহলের তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারই প্রথম খেলবেন। এমন খেলবেন যাতে বলটা মাঠের বাইর করে দিতে পারেন।’

এদিন অভিযোগের সুরে মমতা বলেন, বিজেপি নেতারা কখনও কখনও আসেন। ফাইভ স্টার হোটেল থেকে খাবার নিয়ে আসেন। একটা তফশিলি ঘরকে বলে তোমার ঘরটা ভাড়া দেবে। পাঁচ হাজার টাকা দেয়।’ আগে তাঁকে সিপিআইএম মারত, এখন বিজেপি মারছে বলেও মন্তব্য করেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*