দুজায়গার ভোটার তালিকায় নাম, শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে তৃণমূল

Spread the love

একইসঙ্গে দুজায়গার ভোটার তালিকায় নাম রয়েছে শুভেন্দু অধিকারীর। নির্বাচনে কমিশনে এমনই অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস।

সম্প্রতি নন্দীগ্রামের ভোটার তালিকায় নাম তোলেন শুভেন্দু অধিকারী। কিন্তু হলদিয়ার ভোটার তালিকায় এখনও তাঁর নাম রয়েছে। একইসঙ্গে দুটি বিধানসভার ভোটার তালিকায় তাঁর নাম রয়েছে।

তৃণমলের দাবি নন্দীগ্রামের ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হোক। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আবেদনও জানানো হয়।  

রাজ্যের শাসক দলের তরফে কমিশনে দেওয়া চিঠিতে উল্লেখ, শুভেন্দু অধিকারী তাঁর প্রার্থী মনোনয়নের হলফনামায় লিখেছেন তিনি ২১০ নম্বর নন্দীগ্রামের ৭৬ নং বুথের ভোটার। তাঁর সিরিয়াল নম্বর ৬৬৯। কিন্তু দেখা যাচ্ছে তিনি হলদিয়ারও ভোটার। ১৯৫১ সালের জনপ্রতিনিত্ব আইন অনুসাে একই ব্যক্তি দু’জায়গার ভোটার হতে পারেন না। তাই নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর নাম বাদ দেওয়া হোক। ওই চিঠিতেই নথি হিসাবে ভোটার লিস্টের দু’টি কপিও কমিশনে দিয়েছে তৃণমূল। যেখানে দেখা যাচ্ছে, একটি হলদিয়ার মহাপ্রভূরচকের, অন্যটি নন্দীগ্রাম প্রাথমিক স্কুলের।

পাশাপাশি নন্দীগ্রামের শুভেন্দুর বাড়ির ঠিকানার বুথ অফিসার বিজলী গিরি রায়ের নোটও কমিশনে জনা করেছে তৃণমূল। নন্দীগ্রামে মৃণাল বেড়ার বাড়ির ঠিকানায় ভোটার লিস্টে নাম তুলেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু। বুথ অফিসার বিজলী গিরি রায় তাঁর নোটে জানিয়েছেন, গত ৬ মাসে শুভেন্দু অধিকারী নামের কোনও ব্যক্তিকে তিনি সংশ্লিষ্ট ঠিকানায় দেখেননি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*