দোতলায় উঠতে সমস্য়া বলেই কি নন্দীগ্রাম সফর পিছলো মমতার?

Spread the love

ফের পিছিয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম সফর । ঠিক ছিল আগামী ১৯ এবং ২০ মার্চ নন্দীগ্রামে যাবেন । যোগ দেবেন দলের আটটি কর্মসূচিতে । কিন্তু আজ দলীয় সূত্রে খবর পাওয়া গিয়েছে, আপাতত সেই সফর পিছিয়ে গিয়েছে । এপ্রিলের শুরুতেই নন্দীগ্রামে ভোট হবে ৷

নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়ার দিনেই গুরুতর আহত হন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ সেদিন রাতেই কলকাতা ফিরেছিলেন ৷ তারপর জানানো হয়েছিল ভাঙা পা নিয়েই নন্দীগ্রামে ফের প্রচারে যাবেন মমতা ৷ ১৯ ও ২০ তারিখ যাওয়ার কথা ছিল তাঁর ৷ কিন্তু ওই দুটি দিনও বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

দলীয় সূত্রে খবর, নির্বাচনী প্রচারের শেষ দু’দিন নন্দীগ্রামে কাটাবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় । ওই দিনগুলিতে আরও বেশি করে জনসংযোগ করতে চান তিনি ৷

সূত্রের খবর, নন্দীগ্রামে মমতার জন্য যে বাড়িটি ঠিক করা হয়েছিল, তা দ্বিতল। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর থাকার ব্যবস্থা করা হয়েছিল দোতলায় । কিন্তু পায়ে চোটের পর সিঁড়ি ভেঙে দোতলায় যাওয়া তাঁর পক্ষে কার্যত অসম্ভব । এত অল্প সময়ে মুখ্যমন্ত্রীর জন্য কোনও বাড়ির ব্যবস্থা করা সম্ভব নয় । সেকারণেই সফর পিছিয়ে দেওয়া হল ৷

প্রসঙ্গত, নন্দীগ্রামে শেষ সফরে তিনি বাঁ-পায়ে চোট পেয়েছেন। কিন্তু ঘটনার তিনদিন পরেই তিনি হুইলচেয়ারে করে প্রচারে বেরিয়ে পড়েছেন । প্রথমে কলকাতার রাজপথে মিছিলে এবং তারপর জঙ্গলমহলে প্রচার সেরে ফেলেছেন । আজও জঙ্গলমহলে প্রচার করছেন তিনি । এদিকে আজ বিকালে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার কথা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*