দেশে করোনা আক্রান্তের সংখ্যা ফের বাড়তে শুরু করেছে। তাই এ বার যাত্রীদের মাস্ক ব্যবহারের ক্ষেত্রে কড়াকড়ি করতে চলেছেন মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোয় সফরে মাস্ক পরা আগেই বাধ্যতামূলক ছিল। কিন্তু এ বার মুখে মাস্ক না থাকলে অথবা তা ঠিক ভাবে না পরলে সংশ্লিষ্ট যাত্রীকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
পাশাপাশি কোনও যাত্রীকে যদি দেখা যায় ট্রেনের কামরায় মাস্ক ছাড়া আছেন, তা হলে রেলরক্ষী বাহিনীর নজরদারিতে ধরা পড়লে তাঁকেও জরিমানা করা হতে পারে। মহারাষ্ট্র, গুজরাত, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, কেরল, মধ্যপ্রদেশের মতো কয়েকটি রাজ্যে সংক্রমণ ফের বাড়ছে।
Be the first to comment