শারীরিক অসুস্থতা সত্ত্বেও, অন্তত এক দিনের জন্য হলেও সোনিয়া গান্ধী পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে যেতে চান। কিন্তু রাহুল গান্ধী কবে পশ্চিমবঙ্গের ভোটের প্রচারে যাবেন, বা আদৌ যাবেন কি না, এখনও তার কোনও খবর নেই।
কংগ্রেস সূত্রের খবর, আগামী ১৯ ও ২০ মার্চ রাহুল গান্ধী অসমে ভোটের প্রচারে যাবেন। প্রিয়াঙ্কা গান্ধী বঢরা অসমের প্রচারে যাবেন তার পরের দু’দিন, ২১ ও ২২ মার্চ। রাহুল-প্রিয়াঙ্কা টানা চার দিন অসমে প্রচার করলেও পশ্চিমবঙ্গে প্রচারের বিষয়ে কংগ্রেস নীরব।
রাহুল যখন পশ্চিমবঙ্গে প্রচার এড়িয়ে যাচ্ছেন, তখন জাতীয় রাজনীতিতে কংগ্রেসের শরিক এনসিপি-র প্রধান শরদ পওয়ার, আরজেডি-র তেজস্বী যাদব পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারের পরিকল্পনা নেওয়ায় অস্বস্তিতে পড়েছে কংগ্রেস। রাজ্যের নেতা প্রদীপ ভট্টাচার্য পওয়ার-তেজস্বীদের চিঠি লিখে অনুরোধ করেছেন তাঁরা তৃণমূলের হয়ে প্রচার করলে বিভ্রান্তি তৈরি হবে।
Be the first to comment