বিধানসভা নির্বাচনে তৃণমূলের নজরে পশ্চিম মেদিনীপুর আসন। নির্বাচনী প্রচারে আজ পশ্চিম মেদিনীপুর জেলার তিন বিধানসভা আসনে প্রচার সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার মধ্যে সুশান্ত ঘোষের গড় গড়বেতাও রয়েছে। থাকছে খড়গপুর গ্রামীণ ও কেশিয়ারি বিধানসভা আসনও।
মেদিনীপুর আসনের বিধায়ক ছিলেন মৃগেন মাইতি। তাঁর মৃত্যুর পরে এখানে প্রার্থী করে নিয়ে আসা হল অভিনেত্রী জুন মালিয়াকে। গড়বেতার বিধায়ক ছিলেন আশিষ চক্রবর্তী। তাঁকে সরিয়ে এবার বিধানসভায় সেখানে প্রার্থী করা হয়েছে উত্তরা সিংহ হাজরাকে। যিনি আবার মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি। ডেবরা বিধানসভায় সেলিমা খাতুনকে সরিয়ে প্রার্থী করা হয়েছে প্রাক্তন আই পি এস হুমায়ুন কবীরকে। সবং বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সাংসদ মানস ভুঁইয়াকে৷ পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভা আসনে নিয়ে আসা হয়েছে অজিত মাইতি’কে। সৌমেন মহাপাত্র পিংলা থেকে চলে এসেছেন তমলুক আসনে। চন্দ্রকোণা কেন্দ্রে ছায়া দলুইয়ের বদলে প্রার্থী করে নিয়ে আসা হয়েছে অরূপ ধাড়াকে। নারায়ণগড় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে সূর্যকান্ত অট্টকে। প্রদ্যুত ঘোষের বদলে তাকে নিয়ে আসা হয়েছে৷ নয়া চমক নিয়েই আজ পশ্চিম মেদিনীপুর জেলায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Be the first to comment