ভোটপ্রচারে মোদীর নজরে জঙ্গলমহল। লোকসভা নির্বাচনের ফলাফল সামনে এনে তৃণমূলকে টার্গেট করেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেন, ‘লোকসভায় তৃণমূল হাফ, এবার পুরো সাফ।’ উল্লেখ্য, লোকসভা নির্বাচনে বাংলায় ১৮টি আসনে জিতে বড় সাফল্য পায় বিজেপি। লোকসভা নির্বাচনের সাফল্য সামনে রেখে বিধানসভা নির্বাচনে বাংলা দখলে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। তৃণমূল মানে ‘ট্রান্সফর্ম মাই কমিশন’ বলে এদিন কটাক্ষ করেন মোদী। মমতাকে টার্গেট করে মোদী বলেছেন, ‘২ মে দিদি যাচ্ছে। আসল পরিবর্তন আসছে।’
এদিন ‘খেলা হবে’ স্লোগানকে কটাক্ষ করে মমতাকে একহাত নেন মোদী। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দিদি বলে খেলা হবে, বিজেপি বলে চাকরি হবে, শিক্ষা হবে, উন্নয়ন হবে, হাসপাতাল হবে, স্কুল হবে। ১০ বছর ধরে খেলেছেন। এবার খেলা শেষ হবে। উন্নয়ন শুরু হবে। ‘
মমতাকে নিশানা করে এদিন নমো আরও বলেছেন, ‘গরিবের টাকা লুঠ করেছে তৃণমূল। তৃণমূল নিজের খেলায় মত্ত। এখানে শুধু ভেদাভেদের রাজনীতি। দিদি, অত্যাচার অনেক করেছো। ভয় দেখানোই তোমার অস্ত্র। রুখে দাঁড়াবে এবার বাংলার মানুষ। বাংলার মানুষ তোমায় পরাজিত করবে। বাংলায় এবার সিন্ডিকেটবাজদের পরাজয় হবে। কাটমানিওয়ালাদের পরাজয় হবে। তোলাবাজদের পরাজয় হবে। বাংলায় তৃণমূলের দিন শেষ।
মমতাকে নিশানা করে মোদী আরও বলেন, ‘দিদি, এখানকার মানুষ আপনার কাছে জবাব চান। দিদিকে জবাব দিতে হবে। দিদিকে কাজের হিসেব দিতে হবে। বছরের পর বছর ধরে একটা সেতুও তৈরি করতে পারল না তৃণমূল। এখন বলছে, উন্নয়নের কথা। পুরুলিয়াবাসীকে ভরসা দিতে এসেছি আজ। বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় এলে আপনাদের সমস্যা দূর করা হবে। বাংলায় ডাবল ইঞ্জিন সরকার তৈরি হবে। এখানে উন্নয়ন হবে।’
Be the first to comment