আজ পটাশপুরে নির্বাচনী জনসভা সারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, ‘পায়ে চোট দিয়েছে আমার। খুব যন্ত্রণা রয়েছি। কিন্তু আমার যন্ত্রণা মা-বোনেদের হাতে ছেড়ে দিয়েছি। তিনি আরোও বলেন, ‘গদ্দাররা সব বেইমানি করেছে। এখন তারা বিজেপি-র প্রার্থী। পুরনো লোকেরা কেউ নেই বিজেপি-র। তাঁরা ঘরে বসে কাঁদছেন। সিপিএমের হার্মাদ ও তৃণমূল থেকে গদ্দাররা গিয়ে বিজেপি-তে গিয়ে ছড়ি ঘোরাচ্ছে। বিজেপিতে মহিলারা নিরাপদ নয়।’
তিনি এদিন বলেন, ‘বাংলায় জাতীয় জনসংখ্যা পঞ্জি হতে (এনপিআর) দিইনি আমি। কারণ আমি চাই না আমার রাজ্যের কোনও মানুষের নাম বাদ যাক।লকডাউনে বাস পাঠিয়ে বাংলার লোকজনকে ফিরিয়ে এনেছিলাম, আর বিজেপি-র জন্য কত লোক মারা গিয়েছেন। মাথায় তিলক লাগিয়ে বলছে একে ওকে মারব।’
মমতা এদিন বলেন, ‘বাংলায় বাঙালিই থাকবে, এটা বিজেপি-র ঘর নয়। দীঘা সুন্দরীকে কী ভাবে সাজিয়ে দিয়েছি, তা আপনারা দেখেছেন।কৃষকদের আমার ৬ হাজার টাকা করে বছরে দিই। সেটা ১০ হাজার করে দেওয়া হবে। যদি আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় থাকুক, দয়া করে একটা ভোট আমাকে দেবেন।’
Be the first to comment