শুক্রবার পূর্ব মেদিনীপুরেই তিনটি জনসভা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট আবহে এগরা, মেচেদা ও পটাশপুরে সভায় থাকছেন মমতা। নেত্রীর সভা ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। এদিন প্রথমে পটাশপুরের সভা থেকেই বিজেপি নেতৃত্বকে এক হাত নেন নেত্রী। মেচেদার সভা থেকে নেত্রী বড় ঘোষণা করেন। বলেন, “শিক্ষকদের বেতন দ্বিগুণ করা হবে।” সঙ্গে দেন আরও এক গুচ্ছ প্রতিশ্রুতি।
মমতা জানান, শিক্ষকদের বেতন দ্বিগুণ করা হবে। ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল কর্মী বাড়ানো হবে। কোনও বুথকর্মীকে যাতে কিনতে না পারে সেদিকে নজর রাখতে হবে। তিনি অভিযোগ জানিয়ে বলেন, আমরা বিনা পয়সায় মানুষকে টিকা দিতে চেয়েছিলাম। নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছিলাম। কিন্তু সব মানুষের জন্য কোভিডের টিকা দেয়নি।
এরপরই মমতা বলেন, বিজেপি অত্যাচারী সরকার। কৃষকদের কথা ভাবছে না সরকার। লুঠ-দাঙ্গা-খুন- বিজেপির এই তিনটি গুণ। বিজেপিকে একটিও ভোট নয়। মমতা জানান, বিজেপি বুথ দখলের চেষ্টা করবে। ইভিএমের দিকে খেয়াল রাখবেন। ভোট লুঠ করতে এলে থাপ্পড় মারুন। হাতা খুন্তি নিয়ে তাড়া করুন। নতুন ইভিএম এলে, আবার টেস্ট করুন। ভোটবাক্স পাহাড়া দিয়ে রাখতে হবে।
Be the first to comment