একুশের মহারণে এবার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী দ্বৈরথে নজর রয়েছে রাজনৈতিক মহলের। ভোটের মুখে প্রায় রোজই একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন দুই প্রতিদ্বন্দ্বী। এবার প্রাক্তন দলনেত্রীকে ‘রিগিংয়ের ক্যুইন’ বলে আক্রমণ করলেন শুভেন্দু।
শুভেন্দু বলেছেন, ‘রিগিংয়ের ক্যুইন বলছেন, ভোটে রিগিং হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে। সেই কারণেই তিনি চিন্তায় রয়েছেন। এমনকী, তিনি প্রশাসনের অপব্যবহার করছেন। পুলিশ নীরব দর্শকে পরিণত হয়েছে। কিন্তু, মানুষ আমাদের পাশে রয়েছে।’
উল্লেখ্য, EVM লুঠের আশঙ্কা নিয়ে জনতাকে সতর্ক করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডায় জনসভায় তিনি বলেন, ‘ভোটের সময় কেউ চা-জল খেতে দিলে খাবেন না। মনে রাখবেন কাউকে কিছু চায়ের সঙ্গে খাইয়ে দিল! আর মেশিন লুঠ করে পালিয়ে গেল!’
কর্মীদের জন্য নেত্রীর নিদান, ‘ভোটের পর এক মাস মেশিনটাকে পাহারা দিতে হবে। এটা মানুষের কাছে গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘ওরা চায়ের সঙ্গে কিছু খাইয়ে মেশিন নিয়ে পালাতে পারে। ওই দিল্লির এজেন্সিকে দিয়ে, নজর রাখবেন। আমার সব পুলিশের প্রতি সম্মান আছে। পুলিশ এটা করে না। কিন্তু দিল্লির নির্দেশ আছে নানা রকম, মেশিন দখল করার। এই ভোটটাকে সবাই নজরে রাখবেন।’
অন্যদিকে, এদিন শুভেন্দুর নাম না করে এগরার সভায় মমতা বলেন, ‘অনেক অন্ধ ভালোবাসা দিয়েছি। তার বিনিময়ে ওঁরা যা আমায় দিয়েছেন, তাতে এক ইঞ্চি জমি ছাড়ব না বিনা যুদ্ধে। যারা গদ্দার, মীরজাফর, তারা এখন বিজেপি প্রার্থী। আর বিজেপির পুরনো লোকেরা ঘরে বসে কাঁদছে।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন শুভেন্দুও। চণ্ডীপুরের সভায় নন্দীগ্রামের বিজেপি প্রার্থী বলেছেন, ‘মাননীয়াকে হারাব নন্দীগ্রামে। চিন্তার কোনও কারণ নেই। উনি আমার কাছে বড় প্রার্থী নয়।’
Be the first to comment