দিদির পার্টি আসলে নির্মমতার পাঠশালা, দিদির পাঠশালার সিলেবাস সিন্ডিকেটঃ নরেন্দ্র মোদী

Spread the love

শনিবার বাংলায় ভোটপ্রচারে এসে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল সুপ্রিমোকে নিশানা করে শনিবার মোদী বলেন, ‘দিদির পার্টি আসলে নির্মমতার পাঠশালা। দিদির পাঠশালার সিলেবাস সিন্ডিকেট। উন্নয়নের সমস্ত প্রকল্পে বাধা দিয়েছেন মমতা। মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। ১০ বছরে বাংলায় শুধুই লুঠ-দুর্নীতি হয়েছে। তৃণমূল আমলে বাংলায় শুধুই কুশাসন হয়েছে।’

পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে মোদী এদিন বলেন, ‘বাংলায় সিঙ্গল উইনডো বলতে ভাইপো উইনডো।’ খড়গপুরের সভায় এদিন মোদী আরও বলেন, ‘দিদি বলছেন খেলা হবে। কিন্তু, এবার খেলা শেষ হবে। বিকাশ শুরু হবে। তিনি ১০ অঙ্গীকারের কথা বলছেন। কেন্দুপাতা বিক্রিতেও কাটমানি হচ্ছে। এই কাটমানি সংস্কৃতির দলকে বদল করতে হবে।’

পাশাপাশি বঙ্গবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা কংগ্রেসের কারসাজি দেখেছেন, বাম আমলের সন্ত্রাস দেখেছেন, তৃণমূলের কুশাসন দেখেছেন। বাংলার মানুষকে বলছি, আপনারা ৭০ বছর ধরে অনেক দেখেছেন। আমাদের পাঁচ বছর কাজ করার সুযোগ দিন। বাংলায় আসল পরিবর্তন আনব।’

মোদী এদিন আরও বলেন, ‘বাংলার তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের কাজের সুযোগ নিয়ে দিদির কোনও চিন্তা নেই। বাংলার গরিব মানুষকে আশ্বস্ত করতে চাইছিস ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে দিদিকে খেলতে দেব না।’ তৃণমূলকে টার্গেট করে নমো বলেন, ‘আগের ভোটে তৃণমূল যা করত, এবার তা আর করতে দেব না। নির্ভয়ে ভোট দিন।’

উল্লেখ্য, দু’দিন আগেই পুরুলিয়ায় সভা করেন মোদী। পুরুলিয়ার সভা থেকে তৃণমূলকে টার্গেট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘লোকসভায় তৃণমূল হাফ, এবার পুরো সাফ।’ তৃণমূল মানে ‘ট্রান্সফর্ম মাই কমিশন’ বলে কটাক্ষ করেন মোদী। মমতাকে টার্গেট করে মোদী বলেছেন, ‘২ মে দিদি যাচ্ছে। আসল পরিবর্তন আসছে।’

পাশাপাশি এদিন ‘খেলা হবে’ স্লোগানকে কটাক্ষ করে মমতাকে একহাত নেন মোদী। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দিদি বলে খেলা হবে, বিজেপি বলে চাকরি হবে, শিক্ষা হবে, উন্নয়ন হবে, হাসপাতাল হবে, স্কুল হবে। ১০ বছর ধরে খেলেছেন। এবার খেলা শেষ হবে। উন্নয়ন শুরু হবে। ‘

মমতাকে নিশানা করে এদিন নমো আরও বলেছেন, ‘গরিবের টাকা লুঠ করেছে তৃণমূল। তৃণমূল নিজের খেলায় মত্ত। এখানে শুধু ভেদাভেদের রাজনীতি। দিদি, অত্যাচার অনেক করেছো। ভয় দেখানোই তোমার অস্ত্র। রুখে দাঁড়াবে এবার বাংলার মানুষ। বাংলার মানুষ তোমায় পরাজিত করবে। বাংলায় এবার সিন্ডিকেটবাজদের পরাজয় হবে। কাটমানিওয়ালাদের পরাজয় হবে। তোলাবাজদের পরাজয় হবে। বাংলায় তৃণমূলের দিন শেষ।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*