অসুস্থ অভিনেতা সোহম চক্রবর্তী। সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত তিনি। একুশের নির্বাচনে মেদিনীপুরের চণ্ডীপুরে তাঁকে প্রার্থী ঘোষণা করেছে জোড়াফুল শিবির। সেখানে আগামী ১ এপ্রিল অর্থাৎ দ্বিতীয় দফায় ভোট। তার আগে সোহম অসুস্থ হয়ে পড়ায় তাঁর প্রচারে থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
অভিনেতার পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপতালে ভর্তি করা হয় সোহমকে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। তবে এখনই তাঁকে ছেড়ে দেওয়ার কোনও সম্ভাবনা নেই বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
২০১৪ সালে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই দলের সক্রিয় কর্মী হিসেবে কাজ করে আসছেন সোহম। তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতির দায়িত্বও সামলেছেন। ২০১৬ সালে ভোটের ময়দানে পা রাখেন তিনি। সে বছর বড়জোড়া থেকে তাঁকে প্রার্থী করে তৃণমূল। সে বার যদিও জিততে পারেননি সোহম। তবে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে যাচ্ছিলেন।
এ বার তাঁকে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের প্রার্থী ঘোষণা করে দল। প্রার্থিতালিকায় নাম ওঠার পরই প্রচার অভিযানে নেমে পড়েছিলেন সোহম। নন্দীগ্রামে মমতার প্রচারমঞ্চেও দেখা গিয়েছিল তাঁকে। ওই সফরেই নন্দীগ্রামে আঘাত পান মমতা।
Be the first to comment