শুভেন্দুর ঘোষণার পর পদ্ম শিবিরে শিশির অধিকারীর যোগদান কেবল সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল। এরই মধ্যে জল্পনা কয়েকগুন বাড়িয়ে তুলল শনিবার শান্তিকুঞ্চে কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতি। লকেট চট্টোপাধ্যায়ের পর এবার শিশির অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেলন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মনসুখ এল মান্ডব্য। তবে কি রবিবারই গেরুয়া পতাকা হাতে তুলে নেবেন প্রবীণ এই তৃণমূল নেতা?
শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর অধিকারী পরিবারের বাকি সদস্যদেরও দলবদল নিয়ে বিস্তর জলঘোলা হয়। দলের বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ উগরে দিতে শোনা যায় বাবা শিশির অধিকারীকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করেই তাঁর বিরুদ্ধে উষ্মা প্রকাশ করতে দেখা যায় তাঁকে। জোর চর্চা শুরু হয়, এবার বাবাও কি তবে ছেলের পথেই হাঁটবেন?
সম্প্রতি শান্তিকুঞ্জে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিতি সেই জল্পনা আরও বাড়িয়ে তোলে। আর এবার শিশির অধিকারীর বাড়িতে গেলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। এদিন তাঁর সঙ্গে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী। বর্ষীয়ান তৃণমূল সাংসদকে রবিবার অমিত শাহের সভাতে এবং ২৪ মার্চ প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাতেই তাঁরা সেখানে গিয়েছিলেন বলে খবর।
এদিনের এই ঘটনার পর শিশির অধিকারীর উপস্থিতি এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাজনৈতিক মহলের এমনটাও ধারণা, প্রধানমন্ত্রীর সভার আগেই পাকাপাকি ভাবে জোড়া ফুল শিবির ছেড়ে শিশির অধিকারী নাম লেখাতে পারেন পদ্ম শিবিরে।
উল্লেখ্য, রবিবারই খেজুরিতে সভা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সেই সভাতেই হতে পারে এই যোগদান পর্ব। স্বয়ং শিশির অধিকারীর সাম্প্রতিক বেশ কিছু মন্তব্য থেকেই এমনটা আন্দাজ করছে ওয়াকিবহাল মহল।
ইতিপূর্বে বাড়ির মেজো ছেলে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, শিশিরবাবু ২৪ মার্চ প্রধানমন্ত্রীর জনসভায় উপস্থিত থাকবেন। প্রয়োজনে তাঁকে ২১ তারিখের সভাতেও আসার অনুরোধ করবেন বলেও জানান শুভেন্দু। সে ক্ষেত্রে রবিবারই তাঁর আনুষ্ঠানিক যোগদান হতে পারে বলে মনে করা হচ্ছে।
Be the first to comment