রবিবার কাঁথিতে যখন মমতা বন্দ্যোপাধ্যায়, এগরায় তখন অমিত শাহ। এগরায় অমিত শাহের সভায় আবার যোগ দিলেন শিশির অধিকারী। সেই সভা থেকে অমিত শাহ বাংলায় পদ্ম ফোটানোর আবেদন জানালেন।
এদিন প্রথম থেকেই তীব্র আক্রমণাত্মক ছিলেন অমিত। প্রথমেই তিনি বাম-আমল থেকে তৃণমূল-আমলে আসার প্রসঙ্গ টেনে সমবেত জনতাকে প্রশ্ন করেন–আপনারা পরিবর্তন চেয়েছিলেন, পরিবর্তন হয়েছে কি?
সমস্ত বক্তব্যের ফাঁকে ফাঁকে একাধিকবার অমিত শাহ বলেন, আপনারা বাংলায় বিজেপি সরকার গড়ে দিন তা হলে এখানে আর কোনও সমস্যা থাকবে না। দুর্গাপুজোর জন্য হাইকোর্টে যেতে হবে না। কয়লা-কাণ্ড ও কাটমানির প্রসঙ্গও ছুঁয়ে যান অমিত। ‘ভাইপো’কে মুখ্যমন্ত্রী বানাতে চাইছেন বলে মমতার প্রতি অভিযোগ তোলেন অমিত শাহ। এই প্রসঙ্গেই ফের প্রশ্ন ছুড়ে দেন, আপনারা ভাইপোর বাংলা চান, না সোনার বাংলা চান? বলেন, বাংলায় এবার পদ্মফুল ফুটবে। আপনারা যদি সোনার বাংলা চান তা হলে বিজেপিকে জেতান।
Be the first to comment