আসন্ন বিধানসভা নির্বাচনে পাহাড়ে প্রার্থী দেয়নি তৃণমূল। পাহাড়ের তিনটি আসন বাদ দিয়ে ২৯১টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং-এ দলের প্রার্থী ঘোষণা করল গোর্খা জনমুক্তি মোর্চা (বিনয় গোষ্ঠী)। বিনয় তামাং জানিয়েছেন, এবার কালিম্পং-এ দলের প্রার্থী রুদেন লেপচা, দার্জিলিং-এ প্রার্থী রাজ পোখরাল এবং কার্শিয়াং-এ তশরিং লামা দাহাল।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বিজেপি-কে সমর্থন জানিয়ে এলেও বিধানসভা নির্বাচনের কয়েকমাস আগে তৃণমূলকেই সমর্থন জানিয়েছিলেন গুরুং। প্রার্থী তালিকা ঘোষণার দিন তৃণমূল সুপ্রিমো জানিয়েছিলেন, পাহাড়ের তিনটি আসন থেকে লড়বেন বন্ধুরা। এই আসনগুলিতে তৃণমূল কোনও প্রার্থী দেবে না। এদিকে তৃণমূলকে সমর্থন জানালেও তৃণমূলের সঙ্গে একজোট হয়ে প্রচারে নামতে নারাজ বিমল গুরুং। তিনি জানিয়েছিলেন, তৃণমূলের সঙ্গে জোট রয়েছে। কিন্তু যে যার মতো করে ভোটে প্রচার করব।
এদিকে মোর্চার শিবির এখন দুভাগে বিভক্ত। বিমল গুরুং-এর প্রত্যাবর্তন মেনে নিতে পারেনি তামাং শিবির। পাহাড়ে তিনটি আসনে দুই শিবির আলাদা আলাদা করে প্রার্থী দেবে দীর্ঘদিন ধরেই চলছিল এই জল্পনা। অন্যদিকে, মোর্চার দুই শিবিরের এই ভাঙন আদতে লাভ দেবে বিজেপিকে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে পাহাড়ে বড় ধাক্কা খায় তৃণমূল। কিন্তু গুরুং-এর তৃণমূলকে সমর্থন ঘুরিয়ে দিতে পারে পাহাড়ের রাজনৈতিক মোড় মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
Be the first to comment