নির্বাচনী সভা থেকে নিজের উপরে হামলার একের পর এক ভয়ঙ্কর ঘটনা তুলে ধরলেন মমতা

Spread the love

বড়জোড়ার নির্বাচনী সভা থেকে নিজের উপরে হামলার একের পর এক ভয়ঙ্কর ঘটনা তুলে ধরেন তৃণমূল নেত্রী। গার্ডেনরিচের একটি ঘটনা তুলে ধরে তৃণমূল সু্প্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সেবার আমার জীবন বাঁচিয়ে ছিল আখতার নামের একটি মুসলিম ছেলে। খবর পেয়ে ওখানে যেতেই আমার গাড়ি ভাঙচুর করে। আমার গুলি চলতেই দেখি কোথা থেকে একটা ছেলে এসে আমার সামনে দাঁড়াল। গুলিটা আমার কপালে না লেগে ওঁর হাতে লেগেছিল। আমি বেঁচে যাই।’

নেত্রী জানান, ‘এই প্রথম নয়। আমার উপর বহুবার হামলা হয়েছে। হাত ভেঙে থেঁতলে দেওয়া হয়েছে। ২১ জুলাই কোমরে এমন লাঠি মেরেছিল যে এখনও বেল্ট পরতে হয়। কিন্তু তবু আমাকে আটকাতে পারেনি।’ এখানেই শেষ নয়,তিনি বলেন,’আমার জীবন মানুষের জন্য। যতক্ষণ আছি, মানুষের কাজ করে যাব। আমি নিজে কোনও পেনশন নিই না। মুখ্যমন্ত্রীর বেতনও নিই না। দিনে এক বেলা খাই। আমার লেখা বইয়ের রয়্যালটিতে চলে যায়।’

আক্রমণের সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি বিষধর কেউটে, যেখানে ঢুকবে ছোবল মারবে। এটা দিল্লির নির্বাচন নয়। এটা বাংলার নির্বাচন। বাংলার ভবিষ্যতের লড়াই।’ তাঁর দাবি, ‘ নরেন্দ্র মোদী সরকার বিনা পয়সায় গ্যাস দাও। যাতে ভাত ফুটিয়ে রান্না করে খাওয়া যায়। ৮০০ টাকার গ্যাসে কি খাওয়া যাবে!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*